More

    অবশেষে বিয়ে করছেন ক্রিস্টিয়ানো রোনালদো

    অবশ্যই পরুন

    দীর্ঘদিনের প্রেমিকা আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেজের সঙ্গে ফুটবল মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো বাগদান সারলেন। জর্জিনার ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আসে।

    পোস্টে বাম হাতে ঝলমলে এমারেল্ড কাট হীরার আংটির ছবি দেন জর্জিনা। ছবির ক্যাপশনে লিখেছেন, “Yes I do”। জুয়েলারি বিশেষজ্ঞদের অনুমান, আংটির ওজন ১০–১৫ ক্যারেট এবং মূল্য অন্তত এক মিলিয়ন মার্কিন ডলার। রোনালদো আগেই বিয়ের ইঙ্গিত দিয়েছিলেন। জর্জিনার নেটফ্লিক্স ডকুসিরিজ আই অ্যাম জর্জিনাতে তিনি বলেছিলেন, যখন সেই সঠিক মুহূর্তটা আসবে, তখনই হবে। অবশেষে সেই মুহূর্ত এসে গেছে। ২

    ০১৬ সালে মাদ্রিদের একটি বুটিক স্টোরে সেলস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন জর্জিনা। সেখানেই প্রথম রোনালদোর সঙ্গে তার দেখা হয়। এরপর থেকে শুরু হয় তাদের সম্পর্ক। বর্তমানে তারা পাঁচ সন্তানের দায়িত্ব সামলাচ্ছেন।

    এখন ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দু কবে এবং কোথায় হবে রোনালদোর এই বহুল প্রতীক্ষিত বিয়ে। ঘনিষ্ঠদের নিয়ে নাকি বিশ্বজোড়া আড়ম্বরপূর্ণ ভাবে হবে অনুষ্ঠান। তা জানতে অপেক্ষা করতে হবে কিছুদিন। তবে নিশ্চিতভাবেই রোনালদো-জর্জিনার গল্পে শুরু হলো এক নতুন অধ্যায়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...