More

    বুধবার ঢাকায় এমপিওভুক্ত শিক্ষকদের সমাবেশ ও সচিবালয়ে অভিমুখে পদযাত্রা

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার: সারা দেশের এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে আগামীকাল বুধবার (১৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ এবং পরে সচিবালয় অভিমুখে পদযাত্রা করবে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’। এই কর্মসূচিতে সারাদেশের শিক্ষক-কর্মচারীরা অংশ নেবেন। সমাবেশ ও সচিবালয়ে পদযাত্রাকে কেন্দ্র করে ইতিমধ্যে ঢাকার উদ্দেশ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ঢাকার অভিমুখে বাস, ট্রেন ও লঞ্চযোগে রওনা দিয়েছেন।

    অনেকে ইতিমধ্যে ঢাকা অবস্থান করছেন। তাঁরা মনে করেন, স্বাধীনতা পরবর্তী সময়ে থেকে এখন পর্যন্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৈষম্যের শিকার। একই দেশে দুই নীতির গ্যাঁড়াকলে পড়ে এদেশের শিক্ষক সমাজ এখনো উপেক্ষিত। টানা-পোড়ানোর মধ্য দিয়ে জীবন অতিবাহিত করতে হয়। পেটে ক্ষুধা আর অভাবের মধ্যদিয়ে মান-সম্মত শিক্ষা কতটা নিশ্চিত করা যায় এমন প্রশ্ন অনেকের? নতুন বাংলাদেশে তাঁদের প্রত্যাশা, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের মাধ্যমে শিক্ষকদের দুঃখ-দুর্দশার লাগব হবে।

    তাঁদের দাবি, সরকার অতি দ্রুত দেশের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের আওতায় নিয়ে আসবেন। তানাহলে শিক্ষকদের অধিকার আদায়ের এ আন্দোলন অব্যাহত থাকবে। তাছাড়া ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’ সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৮ সালে দীর্ঘ আন্দোলনের পর তৎকালীন সরকার ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি ও ২০ শতাংশ বৈশাখী ভাতা প্রদানের সিদ্ধান্ত কার্যকর করেছিল এবং পরবর্তী মেয়াদে জাতীয়করণের প্রতিশ্রুতি ছিল।

    তবে তা বাস্তবায়ন না করায় শিক্ষকদের আন্দোলন অব্যাহত থাকে। ইতিপূর্বে বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনায় শিক্ষা উপদেষ্টা বৈষম্য নিরসনের আশ্বাস দিয়েছিলেন। এ বছরের ১২ ফেব্রুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচির ২২তম দিনে সচিবালয়ে সংবাদ সম্মেলনে উৎসব ভাতা ২৫ শতাংশ বৃদ্ধি এবং বাজেটে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও শ্রান্তি বিনোদন ভাতা কার্যকরের ঘোষণা দেন। বাজেটে বরাদ্দ থাকলেও এখনো তার প্রজ্ঞাপন জারি হয়নি।

    আরো জানান, কর্মসূচি সফল করতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্তত পাঁচজন শিক্ষক-কর্মচারীর উপস্থিতি নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে। সমাবেশে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর সদস্য সচিব আখতার হোসেন, শিক্ষা উইংয়ের প্রধান ফয়সাল মাহমুদ শান্তসহ দলটির প্রতিনিধি দল। উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ২ ওভারে ২ উইকেট হারিয়ে ০ রান বাংলাদেশের

    যতটা সম্ভব বাজেভাবে ম্যাচ শুরু করা সম্ভব, করেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে কোনো রান...