More

    বরিশালে বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    বরিশাল মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আজ বিকেল ৪টায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষ্যে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

    মহানগর বিএনপির সভাপতি মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে এবং বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদারের সঞ্চালনায় এ অনুষ্ঠানে মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    দোয়া ও মোনাজাতে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনার পাশাপাশি দেশের কল্যাণ, শান্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক এবং তার নেতৃত্বেই বাংলাদেশ আবারও সঠিক পথে এগিয়ে যাবে।

    অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের নানা দিক স্মরণ করেন এবং তার অবদানের প্রতি শ্রদ্ধা জানান। দোয়া ও মোনাজাত শেষে নেতাকর্মীরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পুরো অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় উৎসবমুখর পরিবেশে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে প্রসূতি নারীর মৃত্যু: চিকিৎসা অবহেলার অভিযোগ স্বামীর

    বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। মৃত নারীর নাম তানজিলা আক্তার, তিনি...