More

    আগৈলঝাড়ায় বাৎসরিক মনসা পূজা উপলক্ষ্যে বেহুলা শ্রাবণ স্মরণিকার মোড়ক উন্মোচন

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ  বরিশালের আগৈলঝাড়ায় মনসা মঙ্গল কাব্যের রচয়িতা কবি বিজয় গুপ্ত’র প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী গৈলা মনসা দেবীর মন্দিরে বার্ষিক পূজা উপলক্ষ্যে বেহুলা শ্রাবণ স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার গৈলা মনসা মন্দিরের সামনে বাৎসরিক মনসা পূজা উপলক্ষ্যে বেহুলা রায় স্মরণিকার মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বণিক।

    মনসা মন্দির সংরক্ষণ ও উন্নয়ন কমিটির সভাপতি ড. বিনয় ভূষণ রায়ের সভাপতিত্বে স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মন্দির কমিটির সাধারণ সম্পাদক ডা. দিলীপ কুমার দাস, ধর্ম বিষয়ক মন্ত্রলালয়ের হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট নির্বাহী কমিটির মহাসচিব সঞ্জয় গুপ্ত, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কার্তিক ব্যাপারী, মন্দির কমিটির সদস্য সুশান্ত কর্মকার, কাজল দাশ গুপ্ত, আভা মুখাজীর্, দিলীপ কর্মকার, ললিতা সরকার, গৌতম চন্দ্র সরকার, সুনীল কুমার দাস, দেব দুলাল বাড়ৈ, গৌরঙ্গ লাল বাড়ৈসহ প্রমুখ।

    মন্দির কমিটির সাধারন সম্পাদক ডা. দিলীপ কুমার দাস জানান, মনসা দেবীর পূজা এবং তার মাহাত্ম্য নিয়ে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। এই স্মরণিকায় সাধারণত মনসা দেবীর পূজা পদ্ধতি, মন্ত্র, গীত এবং পূজা বিষয়ক অন্যান্য তথ্য অন্তর্ভুক্ত রয়েছে। এটি ভক্তদের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে তারা দেবী মনসার পূজা ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে।

    অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বণিক বলেন, এই ধরনের সৃজনশীল কর্মকাণ্ড সুষ্ঠু সমাজ বিনির্মাণে অবদান রাখবে। পাশাপাশি হিন্দু ধর্ম বিষয়ে এবং মনসা মন্দির সম্পর্কে মানুষের জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ করবে।

    তিনি মনসা দেবীর বার্ষিক পূজা উপলক্ষ্যে বেহুলা শ্রাবণ স্মরণিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...