More

    ভুল আংটি দিয়ে জর্জিনাকে বিয়ের প্রস্তাবের অভিযোগ রোনালদোর বিরুদ্ধে

    অবশ্যই পরুন

    পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো এবং জর্জিনা রদ্রিগেজের প্রেমের সম্পর্কের বয়স ৯ বছর ছুঁয়েছে। এবার জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন তারা। সম্প্রতি জর্জিনাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন রোনালদো। তবে এই প্রস্তাবের আংটি নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক।    জর্জিনার আংটিতে থাকা হীরার আকার নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা।

    কেউ অনুমান করছেন এটি ২২ থেকে ৩০ ক্যারেট পর্যন্ত হতে পারে। এর মূল্য হতে পারে ২০ লাখ থেকে ৪০ লাখ মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ থেকে ৪৮ কোটি টাকা। তবে এত দামি হওয়ার পরও বিশেষজ্ঞদের মতে আংটিটি একেবারেই ব্যবহার করার উপযোগী নয়।

    স্পেনের গয়না বিশেষজ্ঞ হুয়ানা গার্সিয়া সানচেজ ইতালির ক্রীড়া দৈনিক কোরিরি ডেলো স্পোর্টকে বলেন, রোনালদো যে আংটি জর্জিনাকে দিয়েছেন, সেটি আসলে বিয়ের আংটি নয়। বরং একটি ককটেল রিং। এটি দেখতে অনেকটা নেকলেসের মতো এবং হাতে পরতে অস্বস্তি হতে পারে।  তিনি আরও দাবি করেন, আংটিতে কিছু ত্রুটি রয়েছে, যদিও সেটিং যথাযথ।

    জর্জিনা নিজেই ১১ আগস্ট ইনস্টাগ্রামে বাগদানের খবর প্রকাশ করেছেন। আংটি পরা হাতটি রোনালদোর হাতের ওপর রেখে ছবি পোস্ট করে তিনি লেখেন, আমি রাজি। এই জীবন কেন, পরের জন্মেও তোমাকে চাই।

    প্রসঙ্গত, ককটেল রিং সাধারণত ডান হাতে পরা হয়। যাতে বিয়ের আংটির সঙ্গে মিশে না যায়। কিন্তু জর্জিনা আংটিটি বাম হাতেই পরেছেন, যা বিতর্ক আরও বাড়িয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    চাঁদা না দেয়ায় সন্ত্রাসী হামলায় দোকান মহাজনকে হাতুড়ি দিয়ে গুরুতর জখম: আটক-৩

    অপরাধীদের দ্রুত শনাক্ত করে অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার দাবি করেন ভুক্তভোগীরা। এর আগে সন্ত্রাসীরা চাঁদা চেয়ে প্রাণ নাশের হুমকি...