More

    সেমির সমীকরণ মেলাতে চ্যালেঞ্জিং সংগ্রহ বাংলাদেশের

    অবশ্যই পরুন

    টপ অ্যান্ড টি-টোয়েন্টিতে নিজেদের প্রথম পাঁচ ম্যাচের দুটিতে জিতেছিল বাংলাদেশ এ’ দল। তাই সেমির দৌড়ে টিকে থাকতে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। শুধু জিতলেই হবে না, মেলাতে হবে নেট রানরেটের সমীকরণও। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির বিপক্ষে চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।

    ডারউইনে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করে বাংলাদেশ ‘এ’। দলের হয়ে হয়ে ৫০ রান করেন জিশান।

    শুরুতে ব্যাট করতে নেমে আরো একবার বাংলাদেশকে ভালো শুরু এনে দেন জিশান আলম। তরুণ এই ওপেনার এক প্রান্তে দুর্দান্ত ব্যাটিং করলেও আরেক প্রান্তে বেশ ভুগেছেন আরেক ওপেনার নাঈম শেখ। ১৭ বলে ১৫ রান করা নাঈমকে মুক্তি দিয়েছেন ওয়াদিয়া।

    তিনে নেমে নাইমের পথেই হেঁটেছেন সাইফ হাসান। জিশান রানের চাকা সচল রাখলেও সাইফ এগিয়েছেন বেশ ধীরগতিতে। উইকেটে থিতু হয়েও গিয়ার পরিবর্তন করতে পারেননি। শেষ পর্যন্ত ১৯ বলে করেছেন ১৫ রান।

    নাঈম-সাইফের এসবের মাঝেও দারুণ ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন জিশান। তরুণ এই ওপেনার সবমিলিয়ে ৩৮ বলে করেছেন ৫০ রান।

    মিডল অর্ডারে আফিফ হোসেন-ইয়াসির আলির ব্যাটে গিয়ার পরিবর্তন করে বাংলাদেশ। দুজনের ঝোড়ো ব্যাটিংয়ে শেষ ৫ ওভারে ৭০ রান তুলে দল। আফিফ ২৩ বলে ৪৯ রান করেছেন অপরাজিত থেকেছেন। আর ইয়াসিরের ব্যাট থেকে এসেছে ১৫ বলে অপরাজিত ২৫ রান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...