কুয়াকাটায় মাসুম নামের এক জেলের জালে ধরা পরাছে একটি ১ কেজি ৯০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হলো ৬ হাজার ৮০ টাকায়। সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় কুয়াকাটা মেয়র বাজারে রব্বানী ফিসের নিয়ে আসলে ডাকের মাধ্যমে মাছটি ৬ হাজার ৮০ টাকায় কিনে নেন সততা ফিস।
রব্বানী ফিসের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রুবেল জানান, লেম্বুর বন এলাকার জেলে মাসুম আজ বিকেলে জাল তুলতে গেলে এই মাছটি তার জালে ধরা পড়ে। মেয়র বাজার নিয়ে আসার পরে ইলিশটি ৬ হাজার ৮০ টাকায় বিক্রি হয়। সততা ফিসের ব্যবস্থাপনা পরিচালক মো:সোহাক বলেন, এতবড় মাছ এই বাজারে এখন খুব কম দেখা মেলে। তাই আমি কিনে ঢাকায় বিক্রির জন্য প্রস্তুত রেখেছি।
এরকম মাছের দেখা মেলায় জেলে এবং মৎস্য ব্যবসায়ীরা অনেক খুশি। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় ইলিশ মূলত জেলেদের জন্য সুখবর বয়ে আনে। গভীর সমুদ্রের জেলেদের পাশাপাশি উপকূলের জেলেরাও এখন বড় ইলিশ পাচ্ছে।