More

    পিরোজপুরে বেড়িবাঁধের ২২টি সরকারি গাছ বিক্রি করলো বিএনপির নেতাকর্মীরা

    অবশ্যই পরুন

    পিরোজপুরের ইন্দুরকানীতে বলেশ্বর নদের বেড়িবাঁধের ২২টি গাছ বিক্রি করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে। মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই রাস্তার দুই পাশের বিক্রি করা গাছগুলো কেটে নেয়ার পর গোড়াগুলো পড়ে রয়েছে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ০৫ নং চন্ডিপুর ইউনিয়নের কলারণ ফেরিঘাট থেকে শ্যামলী নিসর্গ ম্যানগ্রোভ ফরেস্ট পার্ক পর্যন্ত রাস্তার দুই পাশের পানি উন্নয়ন বোর্ডের মেহগনি ও চম্বলসহ ২২টি গাছ বিক্রি করে দিয়েছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

    উপজেলার চন্ডিপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আ. জলিল জোমাদ্দার, একই ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি নুরুজ্জামান জোমাদ্দার, বিএনপি কর্মী হালিম জোমাদ্দার ও আনিস জোমাদ্দার গাছগুলো আবাসন এলাকার রাসেল নামে এক গাছ ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছেন। গত এক সপ্তাহ ধরে বিক্রিত গাছগুলো দিনে ও রাতের আধারে ব্যবসায়ী গাছগুলো কেটে নিয়ে গেছে।

    নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, উল্লেখিত বিএনপি নেতাকর্মীরা ওই গাছগুলো বিক্রি করেছেন। এব্যাপারে গাছ ব্যবসায়ী রাসেল জানান, বিএনপি নেতা আ. জলিল জোমাদ্দার, নুরুজ্জামান জোমাদ্দার, হালিম জোমাদ্দার ও আনিস জোমাদ্দার আমার কাছে ০৯টি গাছ বিক্রি করেছেন। তবে গাছ কাটা শ্রমিক ইদ্রিস জোমাদ্দার ১১টি গাছ কাটার কথা স্বীকার করেন।

    অভিযুক্ত বিএনপি নেতা নুরুজ্জামান জোমাদ্দার জানান, পানি উন্নয়ন ব্যবস্থাপনার মাধ্যমে আমরা গাছ লাগিয়েছিলাম সেই গাছই আমরা নিজেরা রেজুলেশন করে বিক্রি করেছি। তবে আমরা পানি উন্নয়ন বোর্ডের কোনও অনুমতি নেইনি।

    পিরোজপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. রাশেদ খান জানান, বেড়িবাঁধের গাছ কাটার বিষয়টি আমরা জানি না। বিষয়টি অনুসন্ধানের জন্য দ্রুতই একজন উপ-সহকারি প্রকৌশলীকে ওই স্থানে পাঠানো হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...