More

    ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে গলাচিপায় গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার: ২৪-এর গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা, ডাকসু’র সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ গণঅধিকার পরিষদ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপর সেনা- পুলিশের যৌথ হামলার প্রতিবাদে পটুয়াখালীর গলাচিপায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (৩০ আগস্ট) বিকাল ৪টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গলাচিপা পৌর মঞ্চ থেকে গণঅধিকার পরিষদ উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মিছিলটি পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “নুরুল হক নুর দেশের জনগণের জন্য আন্দোলন করতে গিয়ে বারবার হামলার শিকার হয়েছেন।

    শুক্রবার রাতে সেনা ও পুলিশ বাহিনীর বর্বরোচিত হামলায় শুধু নুর নয়, গণ অধিকার পরিষদের প্রতিটি নেতাকর্মী ও দেশের স্বাধীনচেতা মানুষের উপর হামলার শামিল। জনগণকে সঙ্গে নিয়ে এ দমন–পীড়নের বিরুদ্ধে আমরা শেষ পর্যন্ত রাজপথে থাকবো। বক্তারা, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গির আলমের পদত্যাগ ও জাতীয় পার্টির নিবন্ধন বাতিল এবং চেয়ারম্যান জিএম কাদেরের গ্রেফতারের দাবি জানান।

    একইসঙ্গে নুরুল হক নুরের উপর হামলার বিচার চান। সমাবেশে বক্তব্য রাখেন গলাচিপা উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক সোয়েবুর রহমান, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি আবু নাঈম, পটুয়াখালী জেলা যুব অধিকার পরিষদের সহ সভাপতি মুহিবুল্লাহ এনিম, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আমির হোসেন, সদস্য সচিব মো. নাজমুল হাসান,

    পৌর যুব অধিকার পরিষদের সদস্য সচিব মো. বশির রাড়ী, ছাত্র অধিকার পরিষদের সভাপতি আরিফ বিল্লাহ, সিনিয়র সহ সভাপতি তারিকুল ইসলাম মুন্না। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা গণ অধিকার পরিষদের, সদস্য সচিব জাকির মুন্সি, পৌর আহ্বায়ক লিটন মাতব্বর, সদস্য সচিব রেজা মাহমুদ, যুব অধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ রাসেল,

    সদস্য সচিব আবুল হোসেন প্রমুখ। সমাবেশে উপজেলা গণঅধিকার পরিষদ ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। দলের পক্ষ থেকে রোববার প্রতিটি ইউনিয়ন মসজিদে দোয়া ও মোনাজাতের আয়োজনের কথা জানানো হয়েছে। এছাড়াও নুরুল হক নুর এর নিজ এলাকা চরবিশ্বাস ইউনিয়ন বিক্ষোভ মিছিল করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...