গৌরনদী প্রতিনিধি : জাতীয় ও আন্তর্জাতিকভাবে বহুল আলোচিত দৈনিক প্রথম আলোর গৌরনদী প্রতিনিধি জহুরুল ইসলাম জহিরের বাসভনে সশস্ত্র হামলা চালিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে বিষাক্ত ইনজেকশন পুশকারী নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা এখন বরিশালের গৌরনদী উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা।
একজন সন্ত্রাসীকে এনসিপির কমিটি রাখায় এ নিয়ে সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এনসিপির সদস্য সচিব আকতার হোসেন ও মূখ্য সংগঠক (দক্ষিনাঞ্চল) হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত অনুমোদিত কমিটিতে দেখা যায় বরিশালের গৌরনদী উপজেলায় এস. এম. নজরুল ইসলামকে প্রধান সমন্বয়কারী করে ১১ সদস্য বিশিষ্ট গৌরনদী উপজেলা কমিটি গঠন করা হয়।
আহবায়ক কমিটিতে ২০০১ সালে জাতীয় ও আন্তর্জাতিকভাবে বহুল আলোচিত দৈনিক প্রথম আলোর গৌরনদী প্রতিনিধি জহুরুল ইসলাম জহিরের বাসভনে শসস্ত্র হামলা চালিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে বিশাক্ত ইনজেকশন পুশকারী নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা সরকারি গৌরনদী কলেজ চাত্রলীগের প্রচার সম্পাদক ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান গৌরনদী উপজেলা কমিটির আহবায়ক মোঃ রেজাউল করিম আকন্দকে সদস্য করা হয়েছে। স্থাণীয় লোকজন, দলীয় সূত্রে জানা গেছে, ১৯৯৬ সালে আওয়ামীলীগ ক্ষমতা গ্রহনের পরে বরিশাল—১ আসনের সংসদ সদস্য ও তৎকালীন সময়ে সাবেক চীফ হুইপ আবুল হাসনাত আবদুল্লাহর পৃষ্টপোষকতায় গৌরনদী সন্ত্রাসী রাজত্ব কায়েম করেন।
ওই সময় ছাত্রলীগ, যুবলীগ সন্ত্রাসীরা ধর্ষন, চাদাবাজি, দখল, লুটপাটসহ গৌরনদীতে সন্ত্রাসী রাজত্ব কায়েম করেন। ওই সময় ধারাবাহিকভাবে দৈনিক প্রথম আলো পত্রিকায় রিপোর্ট করার কারনে ক্ষিপ্ত হয়ে তৎকালীন দৈনিক প্রথম আলোর প্রতিনিধি জহুরুল ইসলাম জহির বাসভবনে ছাত্রলীগ নেতা মোঃ রেজাউল করিম আকন্দের নেতৃত্বে প্রায় শতাধিক ছাত্রলীগ—যুবলীগ সন্ত্রাসীরা শসস্ত্র হামলা চালায়। সন্ত্রাসীরা ২০০১ সালের ১৬ জুলাই দুপুর ১টায় হামলা চালিয়ে ফোন ফ্যাক্স, মোবাইল লুটপাট করে স্ত্রী সন্তানের সামনে সাংবাদিক জহিরকে হত্যা উদ্দেশ্যে শরীরে বিষাক্ত ইনজেকশন পুশ করে বীর দর্পে চলে যায়।
ওই সময় বিষাক্ত ইনজেকশন পুশ করে সাংবাদিক হত্যার চেষ্টা ঘটনাটি জাতীয় ও আন্তর্জাতিক মিডিয়ায় প্রকাশসহ আলোচিত বিষয় ছিল। যা বিশ্ব মিডিয়া অঙ্গনে প্রতিবাদের ঝড় উঠে। এই বিষয়টি নিয়ে ও গৌরনদীর সাংবাদিকদের নির্যাতনের চিত্র নিয়ে দৈনিক প্রথম আলোসহ বাংলাদেশের সকল জাতীয় দৈনিক ও মিডিয়ায় ব্যানারহেডসহ লিড নিউজ করা হয়েছিল। সেই ছাত্রলীগ নেতা এখন গৌরনদীর এনসিপি নেতা ।
গৌরনদীতে কর্মরত কয়েকজন সংবাদকর্মী অভিযোগ করে বলেন, ছাত্রলীগ সন্ত্রাসীদের দিয়ে এনসিপি কমিটি গঠন ২৪র জুলাই বিপ্লবের পরিপন্থি । তাছাড়া সাংবাদিক হত্যার চেষ্টাকারী আলোচিত ছাত্রলীগ সন্ত্রাসী খোলস পাল্টিয়ে এখন এনসিপি নেতা।
রেজাউল করিম আকন্দের ফেইসবুক প্রোফাইলে দেখা গেছে, এখনো তার ওয়ালে শেখ মজিব, শেখ হাসিনার রাজনৈতিক ছবি কর্মকাণ্ড ও বিএনপি নেত্রী খালেদা জিয়ার বিষোধাগার করে শত শত পোস্ট রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে রেজাউল আকন্দ ফোন ধরেননি। এনসিপির বরিশাল জেলা সমন্বয়কারী আবু সাঈদ মুসা সাংবাদিকদের বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত।