More

    দুমকীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

    অবশ্যই পরুন

    ওবায়দুর রহমান অভি, পটুয়াখালী প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পটুয়াখালীর দুমকী উপজেলা শাখার উদ্বেগে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার ৩.৯.২৫ বিকাল ৩টায় দুমকী উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) ইউনিটের সভাপতি এবং জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পবিপ্রবির সহযোগী অধ্যাপক এবং ইউট্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ড. এ.বি.এম. সাইফুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন খন্দকার ইমাম হোসেন নাসির, সাবেক সদস্য, জেলা বিএনপি আহ্বায়ক কমিটি, পটুয়াখালী।

    দুমকি উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমানের সভাপতিত্ব সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম মৃধার সঞ্চালনা বক্তব্য রাখেন দুমকি উপজেলা বিএনপির সিনিয়ার সহ সহ সভাপতি মাওলানা মতিউর রহমান সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক জাহিদুল হাওলাদার সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান মিন্টু মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তরিকুল ইসলাম দুমকি উপজেলা যুবদলের আহ্বায়ক জসিম উদ্দিন হাওলাদার সিনিয়র যুগ্ন আহ্বায়ক জাকির হোসেন হাওলাদার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ অহিদুল হক সদস্য সচিব মাসুদ আলম মৃধা উপজেলা ছাত্রদলের আহবায়ক চাকলাদার গোলাম সরোয়ার সদস্য সচিব সুমন শরিফ প্রমুখ আলোচনা সভায় বক্তারা বলেন,

    “বিএনপি দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য নিরলস সংগ্রাম চালিয়ে যাচ্ছে।” বক্তারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয়তাবাদী শক্তিকে আরও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

    আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজারের আল মামুন সুপার মার্কেটের সামনে এসে শেষ হয়। অনুষ্ঠানে বিএনপি সহ অঙ্গ-সংগঠনের ব্যাপক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পবিপ্রবিতে মিথ্যা অভিযোগে র‌্যাগিং ৩ শিক্ষার্থী বহিষ্কার

    পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) র‌্যাগিংয়ের ঘটনায় তিন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। বুধবার (২৯...