More

    সাংবাদিককে প্রকাশ্যে হাত পা ভেঙ্গে ফেলার হুমকি দিলেন বিএনপি নেতা

    অবশ্যই পরুন

    নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরের ইন্দুরকানীতে সিনিয়র সাংবাদিক জে আই লাভলুকে প্রকাশ্যে হাত পা ভেঙ্গে ফেলার হুমকি দিয়েছেন স্থানীয় এক বিএনপি নেতা। রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক একটার দিকে ভ্যানযোগে উপজেলার চন্ডিপুর থেকে বালিপাড়া বাজারে আসলে আলাউদ্দিনের মুদি দোকানের সামনে এ ঘটনা ঘটে।

    এ ব্যাপারে সাংবাদিক লাভলু জানান, রবিবার দুপুরে বালিপাড়া বাজারে আসলে ইউনিয়ন বিএনপি নেতা আবুল কালাম শিকদার বাজারে কেন উঠেছি এই বলে আমাকে সামনা সামনি পেয়ে অকথ্য ভাষায় গালাগালি দিয়ে হাত পা ভেঙে ফেলার হুমকি দেয়। এর আগে আ.লীগ সরকার পতনের পর গত বছরের ১৮ ই আগস্ট ও একুশে আগস্ট আমাকে ও আমার মুক্তিযোদ্ধা পিতাকে বালিপাড়া বাজারে বসে বিভিন্ন লোকজনের সামনে অপমান করে এলাকা ছাড়ার হুমকি দেন তিনি।

    এর পর থেকে আমার পিতা এলাকা ছেড়ে চলে যান। এঘটনার পর মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে আমার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে একাধিকবার হুমকি দেন তিনি । এছাড়া পথেঘাটে হেনস্থা করার জন্য আমার পিছেনে দলের বিভিন্ন লোকজন লাগিয়ে দেন । পরে নিরুপায় হয়ে এ হয়রানির বিষয়টি একাধিকবার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপজেলা ও স্থানীয় বিএনপির বিভিন্ন সিনিয়র নেতাদের জানালে আমার উপর আরো ক্ষীপ্ত হন তিনি।

    পরে আমার পিতাকে এবং আমাকে একাধিক রাজনৈতিক হয়রানি মুলক মামলায় আসামি করে পুলিশ দিয়ে হয়রানি করেন তিনি। ঐই মামলায় আমি প্রায় দেড় মাস হাজতবাসের পর উচ্চ আদালত থেকে গত এক সপ্তাহ আগে জামিন নিয়ে বেরিয়ে এসে রবিবার দুপুরে ব্যক্তিগত কাজে বালিপাড়া বাজারে আসলে আমাকে আবারও আমাকে হুমকি দেন তিনি।

    সাংবাদিক লাভলু আরো জানান, গত দেড় বছর আগে তার সাথে বাজারে বসে বালিপাড়া ইউনিয়নের এক বিএনপি নেতার মারামারির ঘটনার জের ধরে একটি নিউজ প্রকাশিত হয়। ওই সংবাদের জের ধরে তিনি আমার উপর ক্ষীপ্ত হয়ে এসব হয়রানি করে যাচ্ছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...