More

    পিরোজপুরে মূর্তিমান আতঙ্কের নাম রিয়াজ মৃধা

    অবশ্যই পরুন

    নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরের নেছারাবাদে সমুদয়কাঠি ইউনিয়নে রিয়াজ মৃধা নামে এক ব্যক্তির নেতৃত্বে একটি বাহিনী সন্ত্রাসের রামরাজত্ব কায়েম করছে। তার নেতৃত্বে ইউনিয়নের শশিদ,অশুর্থকাঠি,সাগরকান্দা বাজারে চুরি ডাকাতির মত ভয়াবহ অপরাধকর্ম বেড়েই চলেছে।

    রিয়াজ মৃধা ফ্যাসিস্ট আওয়ামীলীগ আমলে আওয়ামীলীগের ব্যানারে জমিদখল,চাদাবাজি করে বেড়াত। ৫ আগষ্ট আওয়ামী সরকারের পতনের পর এখন সে নিজেকে বিএনপি দাবি করে গোটা এলাকায় পালিত একটি বাহিনী দিয়ে চাঁদাবাজি করে বেড়াচ্ছে। রিয়াজ মৃধার এসব অপরাধের বিরুদ্ধে কেহ কোন প্রতিবাদ করলেই নানাভাবে সেই লোক শারীরিক এবং তার দায়েরকৃত মিথ্যা মামলার শিকাড় হচ্ছে।

    মোটকথা রিয়াজ মৃধা শশীদ এলাকার একটি মূর্তিমান আতঙ্কে পরিণত হয়েছে। জানাগেছে, সমুদয়কাঠি ইউনিয়নের শশীদের রিয়াজ মৃধা একসময় যুবলীগের পরিচয়ে বেকার ঘুড়ে বেড়াত এলাকায়। ইউনিয়নের সাগরকান্দা বাজারে ঝালকাঠি খাল থেকে চলা তেলের জাহাজ থেকে চোরাই তেল সহ কারনে অকারণে জাহাজ আটকে ডাকাতির মত অপকর্ম করে বেড়াত।

    দিনের বেলা এলাকার জমি সংক্রান্ত শালিস মিমাংসা সহ দালালি কাজে নিযুক্ত হয়ে এলাকায় হয়ে ওঠেন কথিত ব্যবসায়ী। একসময় তার নেতৃত্বে তার নিকট আত্মীয় মো: তুহিন তালুকদার নামে এক যুবক মিলে উভয়ে সন্ত্রাসী কার্যক্রম করে বেড়াত। সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকায় চিহ্নিত হয়ে বিদেশ পাড়ি জমায় তার ঘনিষ্ট সহচর তুহিন তালুকদার। এখন গোটা এলাকায় পুনরায় রিয়াজের নেতৃত্বে এলাকায় শুরু হয়েছে চুরি ডাকাতি।

    তার নতুন করে এ অপকর্মে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে উঠেছে। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত রিয়াজ মৃধা অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কোন চুরি ডাকাতি করিনা। আমি একজন ব্যবসায়ী। তাহলে আপনি কি ব্যবসা করেন এমন প্রশ্ন করে জানতে চাইলে নির্দিষ্ট তিনি কোন ব্যবসার কথা বলতে পারেননি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...