স্টাফ রিপোর্টারঃ বাকেরগঞ্জ থানা পুলিশ মাদকবিরোধী নিয়মিত অভিযানে দুইজনকে গ্রেফতার করেছে।
৯ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ৮ টার দিকে থানার অফিসার ইনচার্জ( ওসি) আবুল কালামের নেতৃত্বে তার সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে পলি ক্লিনিক রোডের মাথায় দুইজনকে গাজা সহ গ্রেফতার করেছে।
আটককৃত হৃদয় হাওলাদার ও নাঈম খানকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি তন্ময় হালদার মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেককে এক মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড করেন।
বাকেরগঞ্জ থানার ওসি তদন্ত সুরজিৎ বড়ুয়া জানান, মাদকবিরোধী অভিযানে থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে বিদ্যমান, এবং এই অভিযান অব্যাহত থাকবে।