More

    দুর্নীতি ও অনিয়মী ঘেরা চরমোনাই ইউনিয়ন ভূমি অফিস

    অবশ্যই পরুন

    নিজস্ব প্রতিবেদক ::: ঘুষ কেলেঙ্কারিতে অভিযুক্ত বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার আমির হোসেন মল্লিকের বিরুদ্ধে উঠেছে নানা অনিয়মের অভিযোগ।

    সরেজমিনে অনুসন্ধানে বেরিয়ে এসেছে, ইউনিয়ন ভূমি অফিসে তহশিলদারের নিজস্ব রয়েছে একটি সিন্ডিকেট। সেখানে ভর্তি রয়েছেন তারই অফিসের কম্পিউটার অপারেটর ইমরান হোসেন, মোঃ সুমন, আঃ রহমান, আঃ রব, রফিক ফকিরসহ আরও অনেকে। এই সিন্ডিকেট ভাঙতে পারছেন না এলাকাবাসী। এর প্রতিবাদ করলেই দেয়া হয় নানা হুমকি।

    এক ভিডিওতে দেখা যায়- তহশিলদার আমির হোসেন মল্লিক এক সেবা প্রত্যাশীর কাছ থেকে মিউটেশন রিপোর্ট দেয়া বাবদ হাতিয়ে নিচ্ছেন টাকা। টাকা পেলেই ফাইলের উপর দেয়া হয় একটি চিন্হ।

    এবিষয়ে বরিশাল সদর সহকারী কমিশনার (ভূমি) অফিসে মৌখিক অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সোহাগ মৃধা।

    সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলাম বলেন, চরমোনাই ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার আমির হোসেন মল্লিকের ঘুষ কেলেঙ্কারির প্রমাণ পেলে তার বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পবিপ্রবিতে মিথ্যা অভিযোগে র‌্যাগিং ৩ শিক্ষার্থী বহিষ্কার

    পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) র‌্যাগিংয়ের ঘটনায় তিন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। বুধবার (২৯...