More

    বরিশালের রসুলপুরে প্রকাশ্যে গাঁজা ব্যবসা, মাদক কারবারিদের দৌরাত্ম্যে অতিষ্ঠ এলাকাবাসী

    অবশ্যই পরুন

    বরিশাল নগরীর ৯ নং ওয়ার্ডের রসুলপুর এলাকায় প্রকাশ্যে চলছে গাঁজার রমরমা বাণিজ্য। এলাকাবাসীর অভিযোগ—একসময় লুকিয়ে-চুরিয়ে চলা এই মাদক ব্যবসা এখন এতটাই বেড়ে গেছে যে খোলামেলাভাবে রাস্তার মোড়ে, বাজারে, এমনকি আবাসিক এলাকাতেও গাঁজা বিক্রি হচ্ছে। স্থানীয়রা জানান, প্রতিদিন সন্ধ্যা নামলেই কয়েকটি স্পটকে ঘিরে বসে যায় গাঁজা ব্যবসায়ীদের আসর।

    ক্রেতাদের মধ্যে তরুণ ও কিশোরদের সংখ্যাই বেশি। এতে অল্প বয়সী ছেলেরা ধীরে ধীরে নেশার ফাঁদে জড়িয়ে পড়ছে। অভিযোগ রয়েছে, প্রশাসনের নীরব ভূমিকায় মাদক কারবারিরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। এলাকাবাসী বলছেন—“আগে গোপনে বিক্রি করত, এখন তো চোখের সামনে করছে। অথচ কাউকে ধরা হচ্ছে না। এইভাবে চলতে থাকলে পুরো প্রজন্ম নষ্ট হয়ে যাবে।”

    রসুলপুরের সাধারণ মানুষ দ্রুত মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তারা আরও সতর্ক করেছেন, প্রশাসন যদি কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে এলাকাবাসী নিজেরাই আন্দোলনে নামতে বাধ্য হবেন। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল উদ্ধার, চার ব্যবসায়ীর জেল-জরিমানা

    বরিশাল নগরীর পাঁচটি গুদাম থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার...