বরিশাল জেলার ১০টি উপজেলা ও সিটি করপোরেশন এলাকায় এবার মোট ৬৪০টি মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতিটি মণ্ডপে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, সম্পন্ন হয়েছে প্রতিমা তৈরির কাজ ও আলোকসজ্জা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মহানগরে সার্বজনীন ৩৯টি ও ব্যক্তিগতভাবে ৬টিসহ মোট ৪৫টি পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এছাড়া সদর উপজেলায় ২২টি, আগৈলঝাড়ায় ১৬১টি, উজিরপুরে ১২০টি, গৌরনদীতে ৮৪টি, বাকেরগঞ্জে ৭৪টি, বানারীপাড়ায় ৫৯টি, মেহেন্দিগঞ্জে ২৪টি, বাবুগঞ্জে ২৪টি, মুলাদীতে ১২টি এবং হিজলায় ১৫টিসহ সর্বমোট ৬৪০টি মণ্ডপে পূজা হবে।
বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক সমির দাস ও সদস্য সচিব পলাশ চন্দ্র দেবনাথ জানান, উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে, পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতাও থাকবে। ইতোমধ্যে মহানগরে ১০ থেকে ১৩ সদস্য বিশিষ্ট পাঁচটি পর্যবেক্ষক টিম গঠন করা হয়েছে।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মানিক লাল মুখার্জী জানান, কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের নির্দেশনা অনুযায়ী পূজা আয়োজন করা হবে। বৈরী আবহাওয়া ও অন্যান্য চ্যালেঞ্জ সত্ত্বেও পূজায় কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সে বিষয়েও মণ্ডপগুলো প্রস্তুত রাখা হয়েছে।
বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রশাসন, পুলিশ, রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি এবং সরকারি–বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় প্রতিটি মণ্ডপে নিরাপত্তা জোরদার এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পূজা চলাকালীন নগরীর প্রতিটি মণ্ডপে সাদা পোশাক ও ইউনিফর্ম পরিহিত পুলিশ সদস্য টহল দেবে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
সবশেষে জেলা প্রশাসন, পূজা উদযাপন পরিষদ ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।