বরিশাল-ঢাকা মহাসড়কে বাসের চাপায় মোটরসাইকেল চালকসহ ২ আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাতে মেট্রোপলিটন বিমানবন্দর থানাধীন বরিশাল নগরীর গড়িয়ারপাড়ে মোটরসাইকেলটিকে চাপায় দেয় নথুল্লাবাদগামী শেফালি পরিবহনের একটি বাস। এতে মোটরসাইকেলের চালকসহ দুই আরোহী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া আগেই দুজন কবির হাওলাদার (৪০) এবং মিনহাজ ভূঁইয়ার (১৪) মৃত্যু হয়।
নিহত কবির হাওলাদার বরিশাল নগরীর পুরানপাড়া এলাকার বাসিন্দা এবং মিনহাজ ভূঁইয়ার বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জে বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত ১১টার দিকে ভাড়ায়চালিত মোটরসাইকেলে দুই আরোহী নিয়ে কবির হাওলাদার শহরের গড়িয়ারপাড় মহাসড়ক অতিক্রম করছিলেন। তখন বরিশালের নথুল্লাবাদ শেফালি পরিবহনের একটি বাস সামনের দিক থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেল চালক কবিরসহ পেছনের দুই আরোহী গুরুতর আহত হন। পুলিশ স্থানীয়দের সহযোগিতায় তাদের তিনজনকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যায়।
তবে হাসপাতালে পৌছানোর আগেই চালক কবির এবং আরোহীদের একজন মিনহাজের মৃত্যু হয়। আরোহীদের আরেকজন পটুয়াখালীর গলাচিপার রেজাউল মোল্লার (৪০) অবস্থায় সংকটাপন্ন, তিনি বর্তমানে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টির সত্যতা স্বীকার করে বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এবং ঘাতক বাসটি আটক করা হলেও চালক এবং হেলপার পালিয়ে গেছেন।
পুলিশ কর্মকর্তা জানান, হাসপাতালে নেওয়ার আগেই চালকসহ দুজনের মৃত্যু হয়েছে। তাদের লাশ ময়নাতদন্ত করার জন্য মর্গে রাখা হয়। এই ঘটনায় নিহত দুটি পরিবারের কোনো সদস্য অভিযোগ করলে মামলা হবে।’