More

    বোরহানউদ্দিন ৫০ শয্যা হাসপাতাল: সুস্থ হতে এসে আরো অসুস্থ হন রোগীরা

    অবশ্যই পরুন

    অনলাইন ডেস্ক: বোরহানউদ্দিন ৫০ শয্যা সরকারি হাসপাতালটি চলছে মাত্র ৭ জন ডাক্তার দিয়ে। হাসপাতালটি পুরাতন ভবন ভাঙার কারণে বর্তমানে নতুন ভবনের ১৯ শয্যা ব্যবহার করা হচ্ছে। প্রতিদিন প্রায় ৫০০ রোগী বহির্বিভাগে চিকিৎসা নিতে আসলেও ডাক্তার ও বেডের অভাবে সঠিক সেবা দিতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের তথ্য অনুযায়ী, ১ম শ্রেণির ৩০টি পদের মধ্যে ২২টি শূন্য।

    বিশেষজ্ঞ কনসালটেন্টের পদ থাকলেও বহু বছর ধরে সার্জারি, মেডিসিন, অ্যানেসথেসিয়া, শিশু, চক্ষু, ইএনটি ও চর্ম বিভাগে কোনো কনসালটেন্ট নেই। মেডিকেল অফিসার ডা. প্রসেনজিৎ রায় বলেন, ‘ডিউটিতে থাকেন মাত্র ৩-৪ জন ডাক্তার। সারাদিন চিকিৎসা দেওয়ার পর পরদিন আবার আউটডোরে দায়িত্ব পালন করতে হয়। এতে আমাদের নিজেরাই অসুস্থ হওয়ার ঝুঁকিতে রয়েছি।’

    উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নিরুপম সরকার জানান, ‘পুরাতন ৩১ শয্যার ভবনটি পরিত্যক্ত। জনবল ও শয্যা সংকটের কারণে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। বিষয়টি বহুবার জানানো হলেও সমাধান হয়নি।’

    ভোলা সিভিল সার্জন ডা. মু. মনিরুল ইসলাম বলেন, ‘ভোলা জেলায় ৬৫ শতাংশ চিকিৎসক ও ৫২ শতাংশ নার্সের পদ শূন্য। তবে আশা করছি, এ বছর কিছু সমাধান হতে পারে।’ রোগীরা অভিযোগ করেছেন, শয্যা না থাকায় অনেককে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। এতে সুস্থ হওয়ার জন্য আসা রোগীরা আরো অসুস্থ হয়ে পড়ছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আরও ৯৮ বাচ্চার মা হতে চান পরীমণি

    চিত্রনায়িকা পরীমণির ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা কম নয়। বর্তমানে সিঙ্গেল মাদার হিসেবে দুই সন্তানের মা তিনি। যদিও কন্যা সন্তান...