রাহাত রাব্বি : বরিশাল নগরীর কাউনিয়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে ‘আরাফাত রহমান কোকো’ স্মৃতি ফুটবল মিনিবার টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ‘খেলাধুলায় মনোনিবেশ কর, মাদকমুক্ত দেশ গড়’ স্লোগান নিয়ে ছাত্রদল নেতা নূর হোসেন ইমনের উদ্যোগে ‘আরাফাত রহমান কোকো’ স্মৃতি ফুটবল মিনিবার টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর ) বিকাল ৪ টায় এ টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল (দক্ষিণ) জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) তৌফিকুল ইসলাম ইমরানসহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।
ফাইনাল খেলায় অংশগ্রহণ করে রুশ স্টার বানান কাউনিয়া ওয়ারিয়র্স। খেলার নির্ধারিত সময়ে কাউনিয়া ওয়ারিয়র্সকে ০-১ গোলে পরাজিত করে রুশ স্টার চ্যাম্পিয়ন হয়। পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন।