বরিশাল সংবাদদাতা: বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া বাজারে জামায়াতে ইসলামীর এক কর্মীর ব্যবসা প্রতিষ্ঠানে বিএনপি নেতাদের সশস্ত্র হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় দোকান মালিকসহ অন্তত ৫জন গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
স্হানীয়রা জানান, ২৪ সেপ্টেম্বর দুপুরে বোয়ালিয়া বাজারের নিজ দোকানে বসা ছিলেন জামায়াতে ইসলামীর কর্মী ও স্থানীয় ব্যবসায়ী মিজানুর রহমান পান্না। ওই সময় বিএনপি নেতা রানা মল্লিক, রুমান মল্লিক, জসিম ডাকুয়া, জুয়েল ডাকুয়া, রবিউল ইসলামসহ ১৫-২০ জন দোকানে ঢুকে অর্তকিত হামলা ও ভাংচুর চালায়। হামলা ঠেকাতে গিয়ে পান্নাসহ স্থানীয় কয়েকজন ব্যবসায়ী আহত হয়।
আহতরা হলেন জামায়াতে ইসলামীর রঙ্গশ্রী ইউনিয়নের ৮নং ওয়ার্ড বায়তুলমাল সম্পাদক ও ওয়ার্ড শ্রমিক ফেডারেশনের সভাপতি মিজানুর রহমান পান্না, খোকন হাওলাদার, ইমন হাওলাদার ও রানা হাওলাদার। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, প্রকাশ্যে রাজনৈতিক দলের কর্মীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় বাজারে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান। বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ ( ওসি) আবুল কালাম আজাদ জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবেন।