More

    ভয়ঙ্কর এক জাহেলিয়াতের ভিতরে আছি আমরা: মাওঃ মাহমুদুন্নবী তালুকদার

    অবশ্যই পরুন

    বরিশাল প্রতিনিধি :বাকেরগঞ্জে পৌর জামায়াতে ইসলামীর আয়োজনে পবিত্র সিরাতুন্নবী( সাঃ) মাহফিল অনুষ্ঠত হয়েছে। ২৪ সেপ্টেম্বর বুধবার বাদ আছর বাকেরগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে পৌর জামাতে ইসলামীর নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর বরিশাল জেলা সেক্রেটারি ও বাকেরগঞ্জ ৬ আসনের মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী মাওলানা মাহমুদুনন্নবী তালুকদার, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা আমির অধ্যাপক ফিরোজ আলম, এবং প্রধান বক্তা ছিলেন বাকেরগঞ্জ উপজেলা শাখার ওলামা বিভাগের সভাপতি নুরুল হক।

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাহমুদুন্নবী তালুকদার বলেন দেশ এক ভয়ংকর জাহেলিয়াতের যুগ অতিক্রম করিতেছে। এখানে নেই সুশাসনের অধিকার। ইসলামী বিধি বিধান বহির্ভূত সমাজ ব্যবস্থা এদেশ কে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে। এখানে নেই নারীর অধিকার, নেই শ্রমিকের ন্যায্য অধিকার, নির্যাতিতদের আইনি সেবা পাবার অধিকার। একমাত্র ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম হলে মানুষের অধিকার নিশ্চিত হবে।

    ইসলামী সমাজ অনুসরণ করতে হলে অবশ্যই কোরআনের আইন অনুযায়ী দেশ পরিচালিত হতে হবে। যেখানে থাকবে না মানুষে মানুষে হানাহানি বিভেদ সংঘাত।দেশ আজ জুলুম অত্যাচারে ভরে গেছে। তিনি বলেন এক মাত্র কোরআনের আইন প্রতিষ্ঠিত হলে এদেশের সকলের ন্যায্য অধিকার নিশ্চিত হবে।

    যেখানে সাম্যের ভিত্তিতে শ্রেণি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা গড়ে উঠবে, রাষ্ট্রের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত হবে , ন্যায় ও ইনসাফভিত্তিক বিচারব্যবস্থা প্রতিষ্ঠা হবে, শ্রমিকের অধিকার রক্ষা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ঝালকাঠি-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সেলিম রেজাকে ফুলেল অভ্যর্থনা

    মো. মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও...