প্রান্ত মিস্ত্রি ; নাজিরপুর প্রতিনিধিঃ পিরোজপুর জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটির নেতৃবৃন্দকে বরণ করতে পথে -পথে পথসভায় নাজিরপুরে সৃষ্টি হয় জনস্রোত।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে জেলা বিএনপির নতুন আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্যসচিব সাইদুল ইসলাম কিসমত এবং ১ম যুগ্ম আহ্বায়ক এলিজা জামানের ঢাকা থেকে পিরোজপুর আগমন উপলক্ষে নাজিরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল সহকারে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ ছুটে আসেন মহাসড়কে। তারা অপেক্ষায় থাকেন তাদের নতুন নেতৃবৃন্দের আগমনের। সৃষ্টি হয় অর্ধশত পথসভার।
পথে-পথে এসব পথসভায় হাজারো মানুষের উপস্থিতিতে পুরো উপজেলার মহাসড়ক হয়ে ওঠে উৎসবমুখর। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত পরিবেশে ফুলেল শুভেচ্ছা দিয়ে স্থানীয় নেতাকর্মীরা জেলা নেতৃবৃন্দকে বরণ করে নেন।
আবেগঘন এই পরিবেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান বলেন,দেশনেত্রী বেগম খালেদাজিয়া এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ সিনিয়র নেতৃবৃন্দ পিরোজপুর জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটিতে আমাদের উপর আস্থা রেখেছেন বলেই আমাদের জেলা বিএনপির দায়িত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের দল, জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের দল। দলের প্রতিটি কর্মীকে সুনাগরিক হিসেবে মানুষের আস্থা অর্জনকারী হয়ে এগিয়ে আসতে হবে। আমাদের জনগণের কাছে যেতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ ও উদ্দেশ্য জনগণের কাছে তুলে ধরতে হবে।
দলীয় নেতাকর্মীদের ঐক্যের কোন বিকল্প নেই। জেলা বিএনপির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে সুসংগঠিত করতে হবে।