More

    উজিরপুরে যাত্রিবাহি বাস থেকে ২৫ মণ জাটকা উদ্ধার

    অবশ্যই পরুন

    বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে যাত্রীবাহি পরিবহন থেকে প্রায় ২৫ মণ জাটকা ইলিশ আটক করেছে পুলিশ। বুধবার রাত ৮টার দিকে পটুয়াখালী থেকে ঢাকাগামি অন্তরা পরিবহনের একটি বাসে পুলিশ অভিযান চালিয়ে জাটকাগুলো আটক করে। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিত্বে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পালের নেতৃত্বে একদল পুলিশ সদস্য বুধবার রাত ৮ টার দিকে ইচলাদী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় ঢাকাগামী ওই যাত্রিবাহি পরিবহনটিতে পুলিশ তল্লাশি চালিয়ে অবৈধভাবে পাঁচার হওয়া প্রায় ২৫ মণ জাটকা ইলিশ আটক করে। তবে আটককৃত জাটকা ইলিশগুলোর কোন মালিক পাওয়া যায়নি। ঘটনার সত্যতা স্বীকার করে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল জানান, জব্দ মাছগুলো উপজেলা মৎস্য কর্মকর্তার মাধ্যমে রাতেই পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানের এতিমখাানা-লিল্লাহবোর্ডিং ও অসহায় দু:স্থ্যদের মাঝে বিতরন করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আশুলিয়ায় ভাড়া বাড়িতে স্বামী-স্ত্রী-সন্তানের লাশ উদ্ধার

    আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে স্বামী, স্ত্রী ও কন্যাসহ একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকালে...