ভোলার লালমোহন উপজেলায় আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে অর্ধশত সনাতন ধর্মাবলম্বীদের বস্ত্র উপহার দেওয়া হয়েছে। শুক্রবার সকালে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধন ফাউন্ডেশন গজারিয়া-২০০০’ এর উদ্যোগে এ বস্ত্র উপহার দেওয়া হয়।
উপহার সামগ্রীর মধ্যে ছিল শাড়ি ধুতি ও গেঞ্জি। সংগঠনটির সভাপতি কাজি মো. কবির হোসেন লিটনের সভাপতিত্বে ও নির্বাহী সদস্য ফজলুর রহমান বাচ্চুর সঞ্চালনায় এ সময় গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মোজাম্মেল হক, বন্ধন ফাউন্ডেশন গজারিয়া-২০০০ এর সদস্য মিজানুর রহমান বাচ্চু, মিজান পাটোয়ারী, হাসান মাহমুদ, রহমতুল্লাহ রোকন ও জাহিদ হাসানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।