More

    ইউএনও’র বিরুদ্ধে সংবাদ প্রকাশের কারণে সাংবাদিককে হত্যা মামলায় ফাঁসানোর হুমকি দিলেন আইন কর্মকর্তা!

    অবশ্যই পরুন

    ভোলার চরফ্যাশনে অস্তিত্বহীন প্রকল্পের নামে ইউএনও’র লুটপাট শিরোনামে ২১ সেপ্টেম্বর দৈনিক আমার দেশের শেষের পাতায় লিড নিউজ হয়েছে। সংবাদটি প্রকাশের ব্যাপক সাড়া পড়ে পাঠক মহলে।
    ইপেপার ও অনলাইনে ফটোকার্ড শত শত মানুষ শেয়ার করে লুটপাটের প্রতিবাদব জানান দেন।
    সংবাদ প্রকাশের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি’র পক্ষ থেকে কোন প্রতিবাদ কিংবা বিবৃতি না দিলেও চরফ্যাশন আইনজীবী সমিতির ব্যানারে ২৪ সেপ্টেম্বর সকাল সাড়ে দশটায় আইনজীবী সমিতির ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করে।
    জনমনে প্রশ্ন যার বিরুদ্ধে নিউজ হয়েছে, তিনি প্রতিবাদ জানাননি, আইনজীবী সমিতি কার স্বার্থে সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানালেন?
    চরফ্যাশন আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাহাবুব মিয়া লিখিত বক্তব্য পাঠ করে বলেন, আমরা কোনো প্রশ্নের জবাব দিবো না। যা বলার লিখিত বক্তব্যে বলছি।
    লিখিত বক্তব্যে বলেন, আমার দেশে প্রকাশিত সংবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথির স্বামী চরফ্যাশন চৌকি আদালতে কর্মরত থাকায় কেউ ভয়ে নির্বাহী কর্মকর্তার অনিয়মের প্রতিবাদ করছে না, এমন সংবাদের আমরা প্রতিবাদ জানাচ্ছি।
    আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাহাবুব মিয়া আরও বলেন, যদি কোন আইনজীবী বক্তব্য দেন, সেটা তার নিজস্ব বক্তব্য হবে আইনজীবী সমিতির নয়।
    উল্লেখ, আমার দেশের প্রতিবেদনে কোথাও সহকারী সিনিয়র জজ রেজাউল করিম বাঁধন দুনীতি কিংবা অনিয়ম করছে এমন কথা বলা হয়নি।কেবল মাত্র স্ত্রী ও স্বামীর কর্মস্থল একই উপজেলায় এটা বলা হয়েছে। এর আগে গোপালগঞ্জেও এক সাথে চাকরির বিষয়ে নিউজ এসেছে।
    অপরদিকে এই সংবাদ সম্মেলন আয়োজনে জোড়ালো ভূমিকা রাখা চরফ্যাশন চৌকি আদালতের আইন কর্মকর্তা ( এডিশনাল পিপি) এডভোকেট হযরত আলী হিরনকে সংবাদ কর্মীরা প্রশ্ন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি’র বিরুদ্ধে সংবাদ হয়েছে, তিনি প্রতিবাদ জানাননি, আপনারা (আইনজীবী সমিতি) কার স্বার্থে সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানাচ্ছেন তিনি কোনো জবাব না দিয়ে সংবাদ সম্মেলন কক্ষ ত্যাগ করেন।
    এর আগে তিনি সংবাদ প্রকাশের জেড়ে সংবাদ সম্মেলনে প্রকাশ্য মনগড়া আমারদেশের চরফ্যাশন প্রতিনিধিকে
    চরফ্যাশন উপজেলা ছাত্র দলের  সভাপতি মরহুম আবদুর রাজ্জাক হত্যা মামলায় জোড়ানের হুমকি দেন।
    এদিকে আমারদেশের চরফ্যাশন উপজেলা প্রতিনিধিকে জড়িয়ে আইন কর্মকর্তা ও বিভিন্ন মহলের অপ্রচার প্রসঙ্গে ছাত্র দলের সভাপতি মরহুম আবদুর রাজ্জাককের ছেট ভাই আবদুর রহমান বিশ্বাস ফেসবুক লাইভে বলেন,আমারদেশ ও নাগরিক টেলিভিশনের চরফ্যাশন উপজেলা প্রতিনিধি সাংবাদিক এম লোকমান হোসেন আমার ভাইয়ের হত্যা কান্ডে জড়িত নয়।যারা তাকে জড়িয়ে অপ্রচার চালাচ্ছেন,আমরা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্হা গ্রহণ করবো। পাশাপাশি একটি মহল হত্যা মামলার প্রকৃত আসামীদেরকে বাঁচাতে এসব অপ্রচার চালাচ্ছে।আমাদের পরিবারের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
    আমার দেশের চরফ্যাশন প্রতিনিধি জানান, আমার দেশে নিউজ প্রকাশের পর থেকে আমাকে বিভিন্ন অপরিচিত নাম্বার থেকে ফোন করে ডিস্টার্ব করা হচ্ছে।
    তিনি আরও বলেন, তার ছবি ফটো মেকিং করে একটা ভিডিও বানিয়ে ভূয়া আইডিতে ইত:পূর্বে পোস্ট করা হলে তিনি ওই ভূয়া আইডির বিরুদ্ধে শশিভূষণ থানায় জিডি করেছেন।
    চরফ্যাশন চৌকি আদালতের অতিরিক্ত  পিপি অ্যাডভোকেট হযরত হিরন কয়েকজন টেন্ডারবাজ রাজনীতিবিদ ওই ভূয়া পোস্টটি আবারও নিজ নিজ আইডিতে শেয়ার করেন।
    তিনি প্রশ্ন রাখেন সংবাদ কর্মীর বিরুদ্ধে  ভূয়া আইডির নিউজ, নিজ আইডিতে শেয়ার করলেন পিপি কিভাবে ?
    একজন আইন কর্মকর্তা( এডভোকেট হযরত আলী হিরন)  প্রকাশ্য  আমাকে হত্যা মামলায় ফাঁসানের হুমকি দিয়েছেন। আমি মিথ্যা মামলা ও হামলা আতংকে আছি।
    বিভিন্ন মহলের নিন্দা : এদিকে একজন সাংবাদিককে হত্যা মামলায় ফাঁসানোর  হুমকির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উপকূলীয় মানুষের অধিকার নিয়ে কাজ করা বেসরকারি একটি সংগঠন (আর সি পি)।সংগঠনের সভাপতি সিনিয়র সাংবাদিক রেদোয়ানুল হক বলেন, একজন আইন কর্মকর্তা হযরত আলী হিরন প্রকাশ্য সংবাদ কর্মীকে হত্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে স্বপদে থাকার দায়িত্ব অধিকার নেই।তাকে দিয়ে আদালতে ন্যায় বিচার পাওয়া সম্ভব নয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবি আদায়ের লক্ষে কলাপাড়া উপজেলা শাখা জামায়াতের বিক্ষোভ মিছিল সমাবেশ

    কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় জামায়াতের কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবি আদায়ের লক্ষে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। শুক্রবার বিকেলে কলাপাড়া...