More

    রাঙ্গাবালীর চরমোন্তাজের দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার: পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তারিকুল ইসলাম মিঠু ও ছাত্রদল নেতা সাইমুন ইসলামকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

    পটুয়াখালী জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পটুয়াখালী জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পটুয়াখালী জেলা ছাত্রদলের আওতাধীন রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তারিকুল ইসলাম মিঠু কে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো এবং একই ইউনিয়ন ছাত্রদল নেতা মো. সাইমুন ইসলাম কে দলীয় প্রাথমিক সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।

    বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী ও সদস্য সচিব জাকারিয়া আহমেদ আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে কোনরুপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।”

    উল্লেখ্য, রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে ডিগ্রি পড়ুয়া ছাত্রী ও তার বাবাকে মারধর, নির্যাতনের অভিযোগ উঠেছে ছাত্রদলের সভাপতি তারিকুল ইসলাম মিঠু ও ছাত্রদল নেতা সাইমুন ইসলামের বিরুদ্ধে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বাতিল হতে পারে ডাকসুর ফলাফল, নীলক্ষেতে ব্যালট ছাপার অভিযোগ

    ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী। বৃহস্পতিবার রাতে ভিসির বাসভবনের সামনে বিক্ষোভরত শিক্ষার্থীরা...