More

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে অর্থ উপার্জনের হাতিয়ার বানাবেন না : নজরুল ইসলাম খান

    অবশ্যই পরুন

    পিরোজপুর প্রতিনিধি: বিএনপিকে কেউ অর্থ উপার্জনের হাতিয়ার বানাবেন না বলে নেতাকর্মীদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান।এসময় তিনি বলেন বিএনপি একটি রাজনৈতিক দল, মানুষের সেবা করার সংগঠন।

    এটিকে কেউ অর্থ কামাইয়ের হাতিয়ার হিসেবে গ্রহণ করবেন না। যদি আমি নিজেও এমনটি করি, আমিও ক্ষতিগ্রস্ত হবো। দলকে ব্যবহার করে সম্পদ গড়ার চেষ্টা করলে তা জনগণের কাছে নেতিবাচক বার্তা দেবে।

    শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নাজিরপুর উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান উপজেলা বিএনপির নেতাকর্মীদের সৌজন্য সাক্ষাতের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

    এসময় তিনি নেতাকর্মীদের উদ্দেশে আরও বলেন, জনগণের কাছাকাছি থাকলেই বিএনপি ভোটযুদ্ধে বিজয়ী হবে। মানুষের উপর অন্যায়, নির্যাতন, হয়রানি কিংবা মিথ্যা মামলার সঙ্গে কেউ জড়াবেন না। মানুষের আস্থা অর্জন করতে পারলেই আমরা সফল হবো।বিএনপির প্রকৃত দায়িত্ব হলো দেশের মানুষকে শান্তি ও নিরাপত্তার সঙ্গে বসবাসের পরিবেশ সৃষ্টি করা। নেতাকর্মীরা যদি এ দায়িত্ব যথাযথভাবে পালন করেন, তবেই দল ও দেশ উভয়ই কল্যাণের পথে অগ্রসর হবে।

    আহ্বায়ক নজরুল ইসলাম খান আরও বলেন, আমাদের দলে কিছু বিপদগামী কর্মী রয়েছেন। যারা মনে করেন বিএনপি টাকা উপার্জনের হাতিয়ার। আমি তাদের অনুরোধ করবো, স্বাভাবিক জীবনযাপন করুন, নিজের আয় দিয়ে সংসার চালান। পরের কষ্টার্জিত টাকা নিয়ে কেউ শান্তি খুঁজে পায় না। পিরোজপুরে এ ধরনের পরিস্থিতি মেনে নেওয়া হবে না।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    মঠবাড়িয়ায় হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

    পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া থেকে পটুয়াখালীর মহিপুরে মাছ ধরতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার হেলাল হাওলাদারের (২৪) খুনিদের গ্রেফতার ও...