More

    ‎ঝালকাঠিতে গৃহবধূকে হত্যার পর টাকা লুটের অভিযোগ

    অবশ্যই পরুন

    ঝালকাঠির নলছিটিতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর নগদ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার দপদপিয়া ইউনিয়নের ভরৎকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।

    নিহতের নাম সুখি বেগম (৪০)। ‎তিনি স্থানীয় মাংস ব্যবসায়ী মনির হাওলাদারের স্ত্রী। তার দুই মেয়ে ও দুই ছেলে রয়েছে। বাড়িতে দুই ছেলে ও স্বামীসহ বসবাস করতেন সুখি বেগম।

    ‎পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শুক্রবার ভোররাতে মনির হাওলাদার তার দুই ছেলেকে নিয়ে দোকানে চলে যান। সকাল হলে বাড়ির অন্য লোকজন সুখি বেগমের কোনো সাড়াশব্দ না পেয়ে ডাকতে থাকেন। পরে তার স্বামীকে খবর দিলে তিনি এসে দেখতে পান ঘরের দরজা ভেতর থেকে আটকানো। জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে তিনি বিছানায় স্ত্রীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় আলমিরার ড্রয়ার ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখেন। প্রায় সাড়ে ৫ লাখ টাকা লুট হয়েছে বলে দাবি করেন ব্যাবসায়ী মনির হাওলাদার।‎

    ‎বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, এলাকাবাসীর খবর পেয়ে পুলিশের একটি টিম পাঠিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

    ‎তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। খুব শিগগিরই অপরাধীরা চিহ্নিত করে আটক করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    প্রেমিকের সঙ্গে উধাও স্ত্রী, হেলিকপ্টারে নতুন বউ আনলেন স্বামী

    মুন্সীগঞ্জে ১০ বছরের সংসারে দুই সন্তান রেখে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন স্ত্রী। এ ঘটনার পর অভিমানে আরেকটি বিয়ে...