ইউসুফ আহমেদ, লালমোহন প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সফল মন্ত্রী মেজর (অ:) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এর নির্দেশে লালমোহন উপজেলার গুরুত্বপূর্ণ বাজার গুলোতে সপ্তাহে ১দিন আল মদিনা ডায়াগনস্টিক সেন্টার এর ব্যবস্থাপনায় এলাকার গরীব ও অসহায় রোগীদের জন্য চিকিৎসার জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে চতলা বাজারের ধলীগৌরনগর ইউনিয়ন বিএনপির পূর্ব শাখার অফিসে এই ফ্রি মেডিকোল ক্যাম্পের উদ্বোধন করেন,ধলীগৌরনগর ইউনিয়নের পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ করিম নিরব।
এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায়,বক্তারা বলেন,এটি একটি নদীমাতৃক এলাকা এখানের অধিকাংশ মানুষ অসহায় ও হতদরিদ্র হওয়ায় তারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়েও টাকার অভাবে চিকিৎসা নিতে পারছেনা। সে সকল অসহায় গরীব রোগীদের জন্য এই ফ্রি চিকিৎসাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন তারা।
এদিন সারা দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বিনামূল্যে রোগ নির্ণয় করা হয়। প্রায় দুই শতাধিক মানুষকে ব্যবস্থাপত্রসহ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
আল মদীনা ডায়াগনস্টিক সেন্টার এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আমজাদ খান জুলহাস জানান,লালমোহন উপজেলার গুরুত্বপূর্ণ বড় বড় বাজার গুলোতে গিয়ে সপ্তাহে ১দিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা প্রদান করবেন আমাদের ডাক্তারগন।
মেডিকেল ক্যাম্পে ফ্রি রোগী দেখবেন,ডাঃ অনিক বিশ্বাস এমবিবিএস (এনএমসি) এফসিপিএস, এফপি (নিউরোলজি) সিসিডি (বারডেম)।তিনি যেসকল রোগীর চিকিৎসা দিয়ে থাকেন,মেডিসিন, নিউরোলজি, স্ট্রোক, মৃগীরোগ, মাইগ্রেন, ডায়াবেটিস, বক্ষব্যাধি,পরিপাকতন্ত্র, বাতব্যাথা, হৃদরোগ, চর্ম ও যৌন এবং হরমোন রোগ।
এছাড়াও ডাঃ অয়ন্তী খাঁ দিপা, এমবিবিএস (আর ইউ), পিজিটি (গাইনী এন্ড অবস্) সিসিডি (বারডেম), ডিএমইউ (আল্ট্রাসনোগ্রাম)। তিনি যেসকল রোগীর চিকিৎসা দিয়ে থাকেন , গাইনী, প্রসূতি, বন্ধ্যাত্ব, শিশু, ডায়াবেটিস, মেডিসিন এবং স্ত্রীরোগ ও সনোলজিস্ট সার্জন।
এসময় অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন,ধলীগৌরনগর ভোটমডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাওলানা মোঃ মাহমুদুল হক, লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ রেজাউল করিম খোকন মহাজন। ধলীগৌরনগর উত্তর বাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপাল বিশ্বাস ও ধলীগৌরনগর ইউনিয়নের সাবেক ছাত্রদলের সভাপতি তামিম মহাজন প্রমুখ।