More

    মসজিদ থেকে বেরিয়ে দেখেন শখের মোটরসাইকেলটি গায়েব, অতঃপর

    অবশ্যই পরুন

    মসজিদে নামাজ আদায়ের পর আতিকুর রহমান কুতুব বেরিয়ে দেখেন তার শখের মোটরসাইকেলটি গায়েব (চুরি) হয়ে গেছে। তাৎক্ষণিক তিনি এ ঘটনায় থানায় একটি চুরির মামলা দায়ের করেন।

    অতঃপর থানা পুলিশের অনুরোধে চুরি হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে যন্ত্রাংশ খোলা অবস্থায় চোরাই মোটরসাইকেলসহ দুইজনকে আটক করেছে বরিশাল র‍্যাব-৮ এবং র‍্যাব-১০ এর সদস্যরা।

    ঢাকা-বরিশাল মহাসড়কের পার্শ্ববর্তী গৌরনদী উপজেলার মাহিলাড়া বাসষ্ট্যান্ডের একটি মোটরসাইকেলের গ্যারেজে অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলের খোলা যন্ত্রাংশসহ দুইজনকে আটক করা হয়েছে।

    শনিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে বরিশাল র‍্যাব-৮ এর মিডিয়া সেল সূত্রে জানা গেছে, আটককৃতরা হলো গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর এলাকার সালেক সরদারের ছেলে জহিরুল ইসলাম রনি ও মাহিলাড়া এলাকার রনজিত মন্ডলের ছেলে খোকন মন্ডল। এর মধ্যে খোকন মন্ডল মাহিলাড়া বাজারের মোটরসাইকেল মেকানিক।

    র‍্যাব সূত্রে জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর রাজবাড়ীর পাংশা মডেল মসজিদে নামাজ আদায়ের পর বের হয়ে জনৈক আতিকুর রহমান কুতুব দেখতে পান তার মালিকানাধীন সুজুকি জিক্সার এসএফ যার আনুমানিক মূল্য ৩ লাখ ৪০ হাজার টাকা (রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্রো ল-৬৫-৩২৭৩) মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। এ ঘটনায় তাৎক্ষণিক আতিকুর রহমান কুতুব পাংশা থানায় একটি মামলা দায়ের করেন।

    সূত্রে আরও জানা গেছে, ​মামলার তদন্তকারী অফিসারের অনুরোধে দ্রুততম সময়ের মধ্যে র‍্যাব-৮ ও র‍্যাব-১০ তাদের গোয়েন্দা কার্যক্রম শুরু করে। তথ্যের ভিত্তিতে র‍্যাব সদস্যরা জানতে পারেন, অভিযুক্তরা মোটরসাইকেলটি খুলে যন্ত্রাংশগুলো বিক্রির চেষ্টা করছে। ​

    পরবর্তীতে শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় গৌরনদীর মাহিলাড়া বাসস্ট্যান্ডের খোকন মন্ডলের মোটরসাইকেলের গ্যারেজে অভিযান চালিয়ে সম্পূর্ণ খোলা অবস্থায় চোরাই মোটরসাইকেলটি উদ্ধারসহ চুরি ও চোরাই মালামাল ক্রয়ের সাথে জড়িত দুই অভিযুক্তকে র‍্যাব-৮ এর সদস্যরা আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করেন।

    গৌরনদী মডেল থানার ডিউটি অফিসার এসআই মো. আমির হোসেন জানিয়েছেন, মোটরসাইকেল চুরির ঘটনায় যেহেতু পাংশা থানায় মামলা হয়েছে, তাই আটককৃতদের পাংশা থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ঝালকাঠিতে ১৬২টি মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে

    মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি: গত ২১ সেপ্টেম্বর প্রথম প্রহরে শুভ মহালয়ার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয়...