More

    নলছিটিতে জমি নিয়ে সংঘর্ষে আহত ৪, থানায় এজাহার

    অবশ্যই পরুন

    বিশেষ প্রতিনিধি : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে বাদীসহ অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় মোঃ নাজমুল ইসলাম নামে এক ব্যক্তি থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।

    এজাহার সূত্রে জানা যায়, বাদী নাজমুল ইসলাম (৩৮) ২০২২ সালের ১৭ অক্টোবর নলছিটি উপজেলার সরমহল ও গোদন্ডা মৌজায় মোট ৬০ শতাংশ জমি সাবকবলা দলিলের মাধ্যমে ক্রয় করেন। জমি কেনার পরও অভিযুক্তরা তার কাছে জমি বুঝিয়ে দেননি। বিষয়টি নিয়ে গত ২৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টার দিকে সুবিদপুর ইউনিয়নের শাহাদাৎ হোসেনের বাড়ির সামনে আলোচনার এক পর্যায়ে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে নাজমুল ইসলাম ও তার স্বজনদের উপর হামলা চালান।

    এসময় ১নং আসামি রাসেল সরদার দা দিয়ে নাজমুল ইসলামের কাঁধে কোপ মেরে রক্তাক্ত জখম করে। সায়েম মোল্লা লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করেন। অন্যদিকে নাজমুলের চাচা শাহাদাৎ হোসেনকে নজরুল মোল্লা রামদা দিয়ে কোপ মেরে গুরুতর জখম করেন। একইভাবে আবুল বাশার সরদার ও কাওসার সরদারকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে কাটা-রক্তাক্ত জখম করে অভিযুক্তরা।

    স্থানীয়রা আহতদের উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন।

    এ ঘটনায় নাজমুল ইসলাম বাদী হয়ে রাসেল সরদার, নজরুল মোল্লা, রাকিব সরদার, হাসান মোল্লা, রাজ্জাক সরদার, সায়েম মোল্লা, খায়রুল মোল্লা সহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে নলছিটি থানায় মামলা দায়ের করেছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    সৈকতে ফের ভেসে এসেছে মৃত ইরাবতী ডলফিন

    কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে এক সপ্তাহের ব্যবধানে আবারও ভেসে এসেছে ইরাবতী প্রজাতির একটি মৃত ডলফিন। এটির শরীরের...