More

    ভোলায় সহকারী অ্যাটর্নি জেনারেলের গাড়িতে ডিম নিক্ষেপ

    অবশ্যই পরুন

    ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এবিএম ইব্রাহিম খলিলের গাড়িতে ডিম ও ইট নিক্ষেপের ঘটনা ঘটেছে। হামলার সময় গাড়ির পিছনের অংশ ভেঙে গিয়ে তিনি আঘাতপ্রাপ্ত হন। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পশ্চিম বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

    জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে স্থানীয় বিভিন্ন মন্দিরে আর্থিক সহায়তা ও শুভেচ্ছা জানাতে বের হন তিনি। তখনই একটি দল তার গাড়ির গতিরোধ করে ডিম ও ইট ছুড়ে হামলা চালায়। এতে গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং ইব্রাহিম খলিল আহত হন।

    তিনি বলেন, হামলাকারীদের সংখ্যা ছিল প্রায় ২৫–৩০ জন। হামলার সময় তিনি ফেসবুক লাইভে এসে ঘটনার কিছু অংশ সরাসরি সম্প্রচার করেন। ভিডিওতে দেখা যায়, একদল যুবক তার গাড়ির দিকে ডিম ছুড়ে মারছে।

    হামলায় পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিটন ও পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল মাতব্বরকে নেতৃত্ব দেওয়ার দাবি করে তিনি বলেন, ‘পরিচিত মুখ সাইদুর রহমান লিটন ও ছোট ভাই শাকিলের নেতৃত্বে আমার জন্মস্থানে আমার উপর হামলা চলছে। রাজনৈতিক প্রতিহিংসা থেকেই আমার উপর এমন ন্যক্কারজনক হামলার ঘটনা ঘটেছে। আমাকে আঘাত করে তারা ভাবছে হয়তো ভালো পদ পাবে, তাদের জন্য শুভকামনা রইল।’

    পরে বিষয়টি স্থানীয় পুলিশকে জানালে, তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। তিনি ভোলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং জানিয়েছেন, খুব শিগগিরই তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার বিস্তারিত তুলে ধরবেন ও আইনি পদক্ষেপ নেবেন।

    তবে, এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কালকিনিতে বাল্যবিবাহ বন্ধ করলো উপজেলা প্রশাসন

    মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলায় একটি বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। জানা যায়, উত্তর রমজানপুর গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের...