More

    উজিরপুরে মসজিদ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইমামের মৃত্যু

    অবশ্যই পরুন

    বরিশালের উজিরপুরের গুঠিয়া ইউনিয়নে মসজিদ পরিচ্ছন্ন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের ইমাম হাফেজ মোঃ মহিবুল্লাহ (২৫) মারা গেছেন। শুক্রবার (৮ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে ওই ইউনিয়নের গুঠিয়া গ্রামের হাওলাদার বাড়ি জামে মসজিদে এ দূর্ঘটনা ঘটে। নিহত মহিবুল্লাহ ওই মসজিদের ইমাম ও বানারীপাড়া উপজেলার বিশারকান্দি গ্রামের মোঃ দেলোয়ার হোসেনের ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, গত কয়েকদিনের বৃষ্টিতে মসজিদের ছাদে জমে থাকা পানি ও ময়লা পরিষ্কার-পরিচ্ছন্ন করতে সকালে মসজিদের ছাদে ওঠেন ইমাম হাফেজ মোঃ মহিবুল্লাহ। এ সময় মসজিদের ছাদের ওপরে আগে থেকে ছিড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন ইমাম মহিবুল্লাহ। পরে স্থানীয়রা ওই ইমামকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গলাচিপায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

    মো. মিজানুর রহমান স্টাফ রিপোর্টার: পটুয়াখালীর গলাচিপায় জাঁকজমকপূর্ণ আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার...