হাসান আরেফিন, নলছিটিত প্রতিনিধি : তারেক রহমানের নির্দেশে বিএনপিতে জ্ঞান নির্ভর রাজনীতি চালু হয়েছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বিশ্ব ব্যাংকের সাবেক স্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ ডক্টর জিয়া উদ্দিন হায়দার। তিনি বলেন, তারেক রহমানের নির্দেশে আমরা রাজনীতির নতুন ধারা প্রবর্তন করেছি। আমরা আগে যে রাজনৈতিক ব্যবস্থার মধ্যে ছিলাম, তার পরিবর্তন এনেছি। এখন থেকে জ্ঞান নির্ভর রাজনীতি চালু হয়েছে।
পাশাপাশি উন্নয়ন কেন্দ্রিক রাজনীতিও চলবে। সোমবার সকালে নলছিটি প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। ড্কটর জিয়া উদ্দিন হায়দার বলেন, একটি স্বাধীন দেশে অনেক আগেই জ্ঞান ও উন্নয়ন ভিত্তিক রাজনীতি হওয়া উচিৎ ছিল, কিন্তু আমাদের দুর্ভাগ্য ফ্যাসিস্ট সরকারের কারণে এগুলো বাস্তবায়ন হয়নি। আগামীতে বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমানের নেতৃত্বে আমরা রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করবো।
এতেই দেশ এগিয়ে যাবে। তিনি সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে সত্য, সুন্দর ও নিরপেক্ষতা বজায় রাখার অনুরোধ করেন। তিনি বলেন, স্বাস্থ্যখাতে বিএনপি আমুল পরিবর্তন আনবে। দেশের তৃনমূল পর্যায়ে যেন মানুষ চিকিৎসা পায় সে ব্যবস্থা করা হবে। প্রেসক্লাবের সহসভাপতি শাহাদাত হোসেন মনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি ডক্টর জিয়া উদ্দিন হায়দার, বিশেষ অতিথি বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডাক্তার শাকিল মাহমুদ, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল,
জেলা বিএনপির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা গোলাম মোস্তফা ছালু, ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আক্কাস সিকদার, নলছিটি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার অহিদুল ইসলাম বাদল ও নলছিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এম সবুজ। এসময় প্রেসক্লাবের সদস্য ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ডক্টর জিয়া উদ্দিন হায়দার। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডাক্তার শাকিল মাহমুদ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিউলী পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও চিকিৎসকরা বক্ত্য দেন।
পরে নলছিটি প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ডক্টর জিয়া উদ্দিন হায়দার। পরে তিনি জুলাই-আগস্ট আন্দোলনে নলছিটির শহীদ সেলিম তালুকদার ও নাঈমের কবর জিয়ারত করেন।