More

    ঝালকাঠির রাজাপুরে মা ইলিশ সংরক্ষণে প্রস্তুতিমূলক সভা

    অবশ্যই পরুন

    মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি: ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান সফলভাবে বাস্তবায়নে ঝালকাঠির রাজাপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা টাস্কফোর্স কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

    সভায় সভাপতিত্ব করেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা গৌতম মণ্ডলের সঞ্চালনায় সভায় মা ইলিশ রক্ষা, জাটকা নিধন প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিসহ প্রশাসনিক কার্যক্রম জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

    ইউএনও রিফাত আরা মৌরি বলেন, “ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ, দেশের অর্থনীতি ও জীবিকায় এর অবদান অপরিসীম। মা ইলিশ রক্ষা না করলে ভবিষ্যতে ইলিশের প্রাপ্যতা মারাত্মকভাবে হ্রাস পাবে। তাই সরকার ঘোষিত সময়কালে নদীতে ইলিশ আহরণ সম্পূর্ণভাবে বন্ধ রাখতে হবে।”

    তিনি আরও বলেন, এ অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সমন্বিত সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি নিষিদ্ধ সময়ে ইলিশ ধরা, পরিবহন, মজুত ও বিক্রির বিরুদ্ধে কঠোর অভিযান চালানো হবে।

    সভায় রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, মা ইলিশ রক্ষায় জেলেদের বোঝানোর পাশাপাশি নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ কাজে নদীতে নৌপুলিশ ও নিয়মিত টহল জোরদার করা হবে।

    এছাড়া সভায় উপস্থিত সাংবাদিক, জনপ্রতিনিধি, সরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা নানা পরামর্শ দেন। তারা মা ইলিশ সংরক্ষণে সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

    প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় রাজাপুরে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনসাধারণকে সম্পৃক্ত করে ব্যাপক কার্যক্রম পরিচালনা করা হবে বলে সভায় জানানো হয়

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে সরকারি ইজারা পয়েন্টে বালু কাটতে পারছেন না, ইজারদার শহিদ

    বরিশাল জেলা প্রশাসকের কালেক্টর অফিস থেকে বানারীপাড়া সন্ধ্যা নদীর নবগ্রাম মৌজার জেল ৪৮, খতিয়ান : ১ দাগ নং ২০৮...