গাজীপুরের কালিয়াকৈরে দুই শিশু নিখোঁজের ষোল ঘণ্টা পর তুরাগ নদ থেকে শিশু অঙ্কিতার লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
এখনো নিখোঁজ রয়েছে শিশু তন্ময়। তার লাশ উদ্ধারে কাজ করছে ডুবুরি দল। শুক্রবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলার চাপাইর পালপাড়া এলাকায় তুরাগ নদ থেকে অঙ্কিতার লাশ উদ্ধার করা হয়।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় তুরাগ নদে প্রতিমা বিসর্জন দিতে এসে নৌকা ডুবে অঙ্কিতা ও তন্ময় নিখোঁজ হয়। জানা গেছে, দুই শিশুর বাড়ি উপজেলার হিজলতলী এলাকায়।
পরিবার সূত্রে জানা গেছে, দুর্গাপূজা প্রতিমা বিসর্জনে একটি নৌকায় ১০-১২ জন লোক ছিল। সন্ধ্যা ৬টার দিকে নদের পার ঘেঁষে দুই নৌকা মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একটি নৌকা পানির নিচে ডুবে যায়।
সাঁতার কেটে সবাই উঠতে পারলেও অঙ্কিতা ও তন্ময় নামের দুই শিশু নিখোঁজ হয়। কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা চৌধুরী ইফতেখার রায়হান জানান, শিশু অঙ্কিতার লাশ উদ্ধার হয়েছে। শিশু তন্ময়ের লাশ উদ্ধারে ডুবুরি দল কাজ চালিয়ে যাচ্ছে।