More

    নলছিটিতে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

    অবশ্যই পরুন

    ঝালকাঠির নলছিটিতে নিজ ঘর থেকে বকুল বেগম (৫৫) নামে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের শেখরকাঠি এলাকায় থেকে তার লাশ উদ্ধার করা হয়।

    স্থানীয় সূত্রে জানা গেছে,বকুল বেগম বাড়িতে একা বসবাস এবং ভিক্ষা করে জীবন যাপন করতেন। দুপুরে প্রতিবেশীরা,তার ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ পেয়ে দরজা দিয়ে তাকিয়ে তার অর্ধগলিত লাশ দেখতে পায়।

    নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন,ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে। তার আপনজন বলতে তেমন কেউ নেই। তিনি একাই বসবাস করতেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    মাফিয়া নেত্রী হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করেই যাচ্ছে- মেজর হাফিজ

    ইউসুফ আহমেদ,ভোলা প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন,...