More

    ঝালকাঠির রাজাপুরে জমি বিরোধে কামরুল ইসলামের ওপর হত্যাচেষ্টা

    অবশ্যই পরুন

    মো. মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে জমি নিয়ে বিরোধের জেরে মো. কামরুল ইসলামের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ অক্টোবর ২০২৫) সকাল ১১টার দিকে উপজেলার উত্তমপুর বাজার টোলঘর এলাকায় এ ঘটনা ঘটে।

    ভুক্তভোগী কামরুল ইসলাম আবু জাফরের ছেলে। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় রাজাপুর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার আমিনুল ইসলাম (পিতা: আনোয়ার হোসেন), মো: ফরিদ (পিতা: এনসান), মো: আনোয়ার (পিতা: আব্দুস সাত্তার) এবং ইন্ধনদাতা মো. শামীম (পিতা: আনোয়ার হোসেন) দেশীয় অস্ত্র ও চাইনিজ কুড়াল নিয়ে কামরুল ইসলামের ওপর হামলা চালায়। পিছন থেকে আকস্মিক হামলা করে মাথায় চাইনিজ কুড়াল দিয়ে কোপ দেয় তারা। এতে কামরুলের মাথায় অন্তত ১৩টি সেলাই দিতে হয়েছে। শুধু মাথায় নয়, শরীরের বিভিন্ন অংশেও কোপের আঘাত রয়েছে।

    কামরুলের ভাই জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলছে এবং ওই জমি ভোগদখল করছিলেন কামরুল। হামলাকারীরা শুক্রবার সকালে ওই জমিতে বেড়া দিতে গেলে খবর পেয়ে তিনি ও কামরুল সেখানে যান। কোনো ধরনের অস্ত্র ছাড়া ঘটনাস্থলে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। তার দাবি, “আমার ভাইকে এমনভাবে কুপিয়েছে যেন মেরেই ফেলবে।”

    কামরুলের বোন এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। এদিকে এলাকাবাসীরাও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
    এ ঘটনায় ভুক্তভোগী পক্ষ থানায় মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ব্যাপক প্রস্তুতি জামায়াতের

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জামায়াতে ইসলামীর প্রস্তুতি প্রায় সম্পন্ন। ইতোমধ্যে ২৯৮ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তারা। দুটি...