ভোলা জেলার দক্ষিণ দিঘলদী এলাকা থেকে ডাকাতি মামলার পলাতক আসামি ও কথিত “ডাকাত সরদার” মো. কামাল হোসেন (৩৭) কে গ্রেফতার করেছে র্যাব-৮।
শনিবার (৪ অক্টোবর ) সকাল আনুমানিক ৫টা ২০ মিনিটে র্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প ও অস্থায়ী র্যাব ক্যাম্প ভোলার যৌথ আভিযানিক দল কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার রাশেদ ও লেফটেন্যান্ট রিফাতের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্তের নিজ বাড়ি ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত কামাল হোসেন একটি চাঞ্চল্যকর ডাকাতি মামলার মূল অভিযুক্ত। মামলার বিবরণে জানা যায়, ভুক্তভোগী শহিদুল মাতুব্বর (৫৮) নামের এক তরমুজ চাষী ১৪ মার্চ ২০২৫ রাতে তরমুজ বিক্রির উদ্দেশ্যে ট্রলারে করে রওনা দেন। পরদিন ভোররাতে (১৫ মার্চ) পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের নিমদী এলাকায় তেতুলিয়া নদীতে ৭-৮ জন ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ট্রলারটি আক্রমণ করে।
ডাকাতরা শহিদুল মাতুব্বরসহ অন্যদের মারধর করে প্রায় ১৫ লাখ টাকার তরমুজ লুটের চেষ্টা চালায়। তারা বাদীর মাথায় দেশীয় অস্ত্র দিয়ে কোপ মেরে গুরুতর জখমও করে। তবে সাহসিকতার সঙ্গে বাদী ও স্বাক্ষীরা এক ডাকাতকে আটক করতে সক্ষম হয়। পরে ডাকাত দল ট্রলারটি নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর আহত শহিদুল মাতুব্বর চিকিৎসা শেষে থানায় মামলা দায়ের করেন।
র্যাব জানায়, দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে ডাকাত সরদার কামাল হোসেনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।