মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে আংগারিয়া যুবসমাজ এর উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টায় আংগারিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলায় আংগারিয়া এফসি টিমের জারসি উম্মোচন করা হয়। ফাইনাল খেলায় আংগারিয়া এফসি কে ১-০ গোলে হারিয়ে বিজয় লাভ করে আংগারিয়া ক্রীড়া সঙ্গ।
আংগারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: জাহিদ হোসেন খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো: নাসিম উদ্দিন আকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক কর্মকর্তা মো: কাজী গোলাম সরোয়ার স্বপন, বিশিষ্ট ব্যবসায়ী মো: জুলহাস খলিফা, ব্যাংক কর্মকর্তা মো: গোলাম মাহফুজ টিটু।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান যুবসমাজ খেলাধুলা থেকে সরে গিয়ে মাদকের সাথে সম্পৃক্ত হচ্ছে কিন্তু আংগারিয়া যুবসমাজের উদ্যোগে এমন টুর্নামেন্টের আয়োজন সত্যিই প্রশংসনীয়। তিনি যুবসমাজকে খেলেধুলার প্রতি উৎসাহ দেন এবং ভবিষ্যতে এভাবে যেনো আরো বিভিন্ন খেলাধুলার টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় তার জন্য যুবসমাজকে উৎসাহিত করেন।
বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বলেন, আংগারিয়া যুবসমাজ কে ধন্যবাদ প্রদান করেন এবং ভবিষ্যতে আরও খেলাধুলার আয়োজন যেনো আংগারিয়ায় অনুষ্ঠিত হয় সেজন্য সার্বিক সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।
আয়োজকদের মধ্যে মো: মেহেদী হাসান জানিয়েছেন, সকলের উৎসাহ ছিলো বলে আমরা এমন একটা টুর্নামেন্টের আয়োজন করতে পেরেছি। সকলের উৎসাহ থাকলে ভবিষ্যতে আমরা আরো বিভিন্ন খেলাধুলার টুর্নামেন্টের আয়োজন করতে সক্ষম হবো।
এলাকাবাসী জানিয়েছেন, এমন খেলাধুলার আয়োজন সচরাচর না হওয়ায় তরুন যুবক ছেলেরা মাদকের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। তাই অয়োজকদের ধন্যবাদ এমন উদ্যোগ গ্রহণ করার জন্য এবং ভবিষ্যতেও এমন সুন্দর টুর্নামেন্ট যেনো আয়োজিত হয় সেই প্রত্যাশা সকলের।
পরিশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।