More

    মনপুরায় মৎস্য অভিযানে এক জেলে আটক

    অবশ্যই পরুন

    ভোলার মনপুরায় মা ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞায় অভিযান চালিয়ে এক জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। শনিবার (০৪ অক্টোবর) দিবাগত রাত ১০ টায় উপজেলার হাজীর হাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রাম সংলগ্ন পূর্ব পাশের মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় ওই জেলেকে আটক করা হয়।

    আটককৃত জেলে উপজেলার হাজীর হাট ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হাজীর চর এলাকার বাসিন্দা আব্দুল মালেকের ছেলে মোঃ ইউসুফ মাঝী। উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারি মোঃ মনিরুল ইসলাম জানান, শনিবার রাতে মা ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা উপলক্ষে অভিযান পরিচালনা করে মৎস্য অফিস। উপজেলার হাজীর হাট ইউনিয়ন সংলগ্ন চরফৈজুদ্দিন গ্রামের মফিজের হালট সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরা অবস্থায় একটি জেলে নৌকাকে ধাওয়া করে তারা।

    এসময় নৌকাটি ভূঁইয়ার হাট স্লুইজ গেইট এলাকায় পৌছালে স্থানীয় মহিলা পুরুষসহ শতাধিক মানুষ মৎস্য বিভাগের কর্মকর্তাদের উপর ইটপাটকেল নিক্ষেপ ও লগি দিয়ে আঘাত করে। খবর পেয়ে মনপুরা নৌ কন্টিনজেন্ট থেকে নৌ-বাহিনীর সদস্যরা এসে মৎস্য বিভাগের কর্মকর্তাদের উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এতে মৎস্য বিভাগের নৌকায় থাকা দুই মাঝী আহত হয়।

    এসময় নৌ-বাহিনীর সদস্যরা ওই মাছধরা নৌকার মাঝী ইউসুফকে আটক করে থানায় নিয়ে আসে। এব্যাপারে অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ জানান, ২২ দিনের নিষেধাজ্ঞা উপলক্ষে আমাদের মৎস্য বিভাগ অভিযান পরিচালনা করে এক জেলেকে আটক করেছে। এব্যাপারে থানায় নিয়মিত মামলার পস্তুতি চলছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    নাজিরপুরে শহীদ জিয়া কলেজের অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন

    প্রান্ত মিস্তী, নাজিরপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে শহীদ জিয়া কলেজে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে। রবিবার (৫...