মো. মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি–বরিশাল মহাসড়কের প্রতাপ এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষের পর মুহূর্তেই মোটরসাইকেলে আগুন ধরে যায়। পরে আগুন বাসের সামনের অংশেও ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলটি সম্পূর্ণভাবে পুড়ে যায় এবং আরোহী গুরুতর দগ্ধ হন। স্থানীয়রা দ্রুত আহত ব্যক্তিকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর সাকুরা পরিবহনের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যান। বাসটি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা দ্রুত ওই স্থানে ভিড় করেন।