More

    আদালত প্রাঙ্গন থেকে আ.লীগ নেতা গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষোভ

    অবশ্যই পরুন

    নোয়াখালীর হাতিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ কে এম ছাইফ উদ্দিনকে (৫৯) গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। সোমবার (৬ অক্টোবর) বিকেল সোয়া পাঁচটার দিকে হাতিয়া আদালত প্রাঙ্গণ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের পর থেকেই যৌথ বাহিনীর সদস্যরা আদালত এলাকায় অবস্থান করছিলেন। বিকেলে ছাইফ উদ্দিন আদালতে উপস্থিত হলে তাকে ঘিরে ধরে গ্রেপ্তার করা হয়।

    এ ঘটনার পরপরই উপজেলা সদরের ওছখালী বাজারে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেন। তারা ছাইফ উদ্দিনের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে স্লোগান দেন এবং থানা ঘেরাওয়ের চেষ্টা করেন। একপর্যায়ে যৌথ বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যান। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

    হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আওয়ামী লীগ নেতা ছাইফ উদ্দিনকে বিকেলে উপজেলা সদর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে, যার মধ্যে একটি মামলায় তিনি জামিনে ছিলেন। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

    মিছিলের বিষয়ে তিনি আরও বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিলের চেষ্টা করলেও আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। তারপর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    সুদের টাকা আদায়ে বৃদ্ধকে খুঁটিতে বেঁধে নির্যাতন

    কুমিল্লার চান্দিনায় সুদের টাকা আদায়ের জন্য আলী আকবর (৭০) নামে এক বৃদ্ধকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করার অভিযোগ...