বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলায় ইউনিয়নের আলামদি গ্রামে ভাঙাচোরা ব্রীজ দিয়ে যাতায়াত করছে ৫ গ্রামের হাজারো মানুষ। এতে চরম দূর্ভোগে পড়েছেন যাতায়াতকারীরা। যেকোনো সময় বড় ধরনের দূর্ঘটনার আশংকা করছে এলাকাবাসী।
সরেজমিনে গিয়ে দেখা যায়- সাতলা ইউনিয়নের আলামদি গ্রামে ধলুর বাড়ি নামক স্টীল ব্রীজটি ভাঙাচোরা অবস্থায় বেহাল দশা হয়ে পড়ে আছে। উজিরপুর উপজেলার বিভিন্ন স্থানে উন্নয়নের ছোয়া লাগলেও এ ব্রীজটি একযুগ ধরে ব্রীজটির বেহাল দশা।
এ পর্যন্ত সংস্কারের কাজও হয়নি। এর আওতায় রয়েছে স্কুল-মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান। প্রায়ই পা পিছলে পড়ে দূর্ঘটনার শিকার হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। এদিকে অচিরেই নতুন স্টীল ব্রীজ নির্মাণের দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী জনগন।
উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা জানান- সরেজমিনে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।