নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ। যার পেছনে বড় অবদান রেখেছেন ব্যাটাররা। তবে দ্বিতীয় ম্যাচেই ইংল্যান্ডের বিপক্ষে দেখতে হলো ব্যাটিং বিপর্যয়। শেষদিকে রাবেয়া খানের ঝড়ো ব্যাটিংয়ের কল্যাণে লড়াকু পুঁজি পেয়েছে নিগার সুলতানার দল।
আটে নামা রাবেয়া ২৭ বলে ৪৩ রানের ইনিংসে ভরে করে ৪৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭৮ রান করেছে টাইগ্রেসরা। জিততে ইংল্যান্ডের দরকার ১৭৯।