ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহ আলম খোকনের বিরুদ্ধে ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ বণ্টন ও অনুমোদন প্রক্রিয়ায় গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে ।
এই অভিযোগ করেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ খলিফা ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ থেকে যে, প্যানেল চেয়ারম্যান শাহ আলম খোকন ইউনিয়ন পরিষদের অনুমোদন ছাড়াই এবং সদস্যদের না জানিয়ে নিজস্ব ইচ্ছামতো প্রকল্পের প্রস্তাব পাঠিয়েছেন।
ইউনিয়নের ০৯টা ওয়ার্ডের মধ্যে ৪টি ওয়ার্ডের বেশ কয়েকটি প্রকল্পে বরাদ্দে অনিয়ম হয়েছে বলে উল্লেখ করেছেন।অভিযোগে তহবিলের বণ্টন প্রক্রিয়ায় গোপনীয়তা বজায় রেখে অনিয়মের আশ্রয় নেওয়ায় পরিষদের অধিকাংশ সদস্যই এসব প্রস্তাব ও অর্থ বরাদ্দের বিষয়ে অবগত নন বলে দাবি করা হয়েছে।
সূত্র জানায়, গত ০৫ অক্টোবর ২০২৫ তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) নিকট লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে। আবেদনপত্রের সাথে ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরের অনুমোদিত ও প্রেরিত প্রকল্পের বিস্তারিত তথ্য, অর্থ বরাদ্দের তালিকা এবং প্রস্তাবের ফরম সংযুক্ত করা হয়েছে
অভিযোগের বিষয়ে প্যানেল চেয়ারম্যান শাহ আলম খোকনকে মুঠোফোনে যোগাযোগ করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ ব্যাপারে নলছিটি উপজেলা নির্বাহী অফিসার লাভলী ইয়াসমিন জানান,অভিযোগ তদন্ত পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।