More

    মা ইলিশ রক্ষা অভিযানে হিজলায় ৭ জেলে আটক।

    অবশ্যই পরুন

    বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে ‘মা’ ইলিশ সংরক্ষণ অভিযানে ৭ জন জেলেকে আটক করা হয়েছে। আটককৃত জেলেদেরকে মৎস্য আইনে নিয়মিত মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

    এছাড়াও প্রায় ৮০০০ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। উদ্ধারকৃত মাছ বিভিন্ন এতিম খানায় দান করা হয়।

    জানা যায় গত ০৭সেপ্টেম্বর, মঙ্গলবার সরকারি নিদের্শনা মোতাবেক হিজলা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মন্ডলের নেতৃত্বে একটি চৌকস টিম রাতে দড়িচর খাজুরিয়া মেহেন্দিগঞ্জ,হরিনাথ পুর,আবুপুর লঞ্চঘাট এলাকায় অভিযান পরিচালনা করে সাতজনকে আটক করেন।

    হিজলা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ জানান, অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের জন্য ০৭ জন জেলেকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। আটককৃত জেলেদের নিয়মিত মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মা ইলিশ রক্ষায় আমাদের কঠোর অভিযান অব্যাহত রয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আদালতের ন্যায়কুঞ্জে গড়ে ওঠা বাণিজ্যিক খাবার হোটেল উচ্ছেদ

    বরিশালে ৪৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত বিচারপ্রার্থীদের জন্য গড়ে তোলা ন্যায়কুঞ্জে (আধুনিক বিশ্রামাগার) খাবারের হোটেল চালুর পর তা উচ্ছেদ...