More

    ঝালকাঠিতে সড়কের কাজ শেষ না করেই চলে গেল ঠিকাদার, ক্ষুব্ধ এলাকাবাসী

    অবশ্যই পরুন

    ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালি এলাকায় উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে চলমান একটি সড়ক সংস্কার কাজ অসম্পূর্ণ অবস্থায় পড়ে থাকায় স্থানীয়রা চরম ভোগান্তিতে পড়েছেন। ২০২৪-২০২৫ অর্থবছরে “পুটিয়াখালি আঃ রহমানের বাড়ি হইতে ইসমাইলের বাড়ি পর্যন্ত রাস্তা ইট সলিং করণ” শীর্ষক প্রকল্পটি গ্রহণ করা হয়। প্রকল্পের সভাপতি হিসেবে নাম আছে ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মাহামুদুল হাসানের।

    ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজটি বাস্তবায়ন করছে ‘মেসার্স এম এম এন্টারপ্রাইজ’। সার্বিক সহযোগিতায় রয়েছেন গালুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম। স্থানীয়দের অভিযোগ, বরাদ্দ থাকা সত্ত্বেও পুরো কাজ এখনো শেষ হয়নি।

    সামান্য বৃষ্টিতেই রাস্তা কাদা-পানিতে পরিণত হয়ে গেছে। ফলে পথচারী, স্কুলগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। একাধিক বাসিন্দা জানান, ‘কাজের অর্ধেক শেষ করে ঠিকাদার চলে গেছে। কয়েকদিন বৃষ্টি হলে রাস্তা দিয়ে হাঁটা যায় না। দ্রুত কাজটি সম্পন্ন করার দাবি জানাই।’

    এই বিষয়ে প্রকল্প সভাপতি মোঃ মাহামুদুল হাসান বলেন, ‘কাজটির নাম ফলকে প্রকল্প সভাপতির তালিকায় থাকলেও এ বিষয়ে আমি কিছু জানি না। বরাদ্দ কত বা কে কাজটি নিয়েছে-এসবের কোনো তথ্য আমার জানা নেই।’ স্থানীয়দের মতে, দ্রুত সড়ক সংস্কার শেষ না হলে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের দৈনন্দিন চলাচলে আরও বড় সমস্যা সৃষ্টি হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পটুয়াখালীতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দম্পতি দিচ্ছেন এমবিবিএস ডাক্তারের চিকিৎসা

    পটুয়াখালীর বাউফলে ‘এশিয়া ডিজিটাল আই সেন্টার’ নামে একটি প্রতিষ্ঠানে চক্ষু চিকিৎসায় প্রতারণার অভিযোগ উঠেছে। ডাক্তার পরিচয়ে দীর্ঘদিন ধরে সাধারণ...