More

    হামাসকে ৭২ ঘণ্টার মধ্যে জিম্মিদের মুক্তি দিতে হবে: ইসরায়েলি দূত

    অবশ্যই পরুন

    ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে ইসরায়েলি জিম্মিদের ৭২ ঘণ্টার মধ্যে গাজা থেকে জীবিত ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে হবে বলে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েহিয়েল লেইটার।

    বৃহস্পতিবার (৯ অক্টোবর) এই সময়সীমা বা ‘কাউন্টডাউন’ শুরু হবে যখন ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা বৈঠকে বসবে এবং ফিলিস্তিনি বন্দিদের মুক্তির তালিকা অনুমোদন দেবে। যদি এই সময়সূচি নিশ্চিত হয়, তবে গাজায় আটক জীবিত ইসরায়েলি বন্দিদের মুক্তি রোববার (১২ অক্টোবর) বা সোমবারের (১৩ অক্টোবর) মধ্যেই সম্পন্ন হতে পারে।

    মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রদূত লেইটার সতর্ক করে বলেছেন, ইসরায়েল এই যুদ্ধবিরতি স্থায়ীভাবে সংঘাতের অবসান ঘটাবে বলে আশা করছে। তবে, এটি নির্ভর করবে হামাস চুক্তির শর্তগুলো কতটা সঠিকভাবে বাস্তবায়ন করে তার ওপর।

    তিনি বলেন, ‘আমরা আশা করছি এই যুদ্ধবিরতি সম্পূর্ণভাবে শত্রুতা বন্ধ করবে ও গাজার জনগণের কল্যাণে ও ইসরায়েলের স্বার্থে গাজা পুনর্গঠনের পথ খুলে দেবে।’

    লেইটার আরও যোগ করেন, এই চুক্তিটি প্রথম ধাপ মাত্র। পরবর্তী কয়েক দিনের মধ্যেই ইসরায়েলকে দেখতে হবে যে এই প্রথম ধাপটি সম্পূর্ণভাবে বাস্তবায়িত হচ্ছে কি না।

    এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, গাজায় যুদ্ধবিরতি নিয়ে তার প্রস্তাবিত পরিকল্পনার প্রথম পর্যায় বাস্তবায়নে ইসরায়েল ও হামাস সম্মত হয়েছে।

    সূত্র: আল জাজিরা

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কলাপাড়ায় বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা

     কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :  পটুয়াখালীর কলাপাড়ায় ‘বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক স্কুল ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাবের...